Swargorom: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল NIA। ABP Ananda Live

<p>Bhupatinagar Blast: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল NIA. বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করে চার্জশিটে দুই তৃণমূল নেতা মানবকুমার পড়ুয়া ও নবকুমার পাণ্ডার নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটে NIA-র দাবি, বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পাণ্ডার দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। NIA-র দাবি, ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হত সভায় যেতে। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র। ABP Ananda Live&nbsp;</p>

from sate Sattay Saradin: বিহার থেকে রাজ্যে আনার আগের দিনও বেপরোয়া সুবোধ। ABP Ananda Live https://ift.tt/eRNnUIo
via IFTTT

Post a Comment

0 Comments