India Pakistan Conflict:পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত CRPF জওয়ানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ! 'পহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন ধৃত মোতি রাম জাট..'

<p><strong>নয়াদিল্লি:</strong> পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে গতকাল NIA-র হাতে গ্রেফতার হন CRPF জওয়ান মোতি রাম জাট । ধৃত CRPF জওয়ানকে নিয়ে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফৎ খবর, 'পহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন ধৃত CRPF জওয়ান মোতি রাম জাট। পহেলগাঁওয়ে হামলার এক সপ্তাহ আগে তিনি দিল্লিতে মোতায়েন ছিলেন।</p> <p>[yt]https://youtu.be/07Py3RQksZ8?si=mvEsLoQ6zrCf0Qdt[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="অরুণ গড়াই-মামলায় CBI তদন্তের দাবি, রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে দরবার শুভেন্দুর" href="https://ift.tt/8YwoNhE" target="_self">অরুণ গড়াই-মামলায় CBI তদন্তের দাবি, রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে দরবার শুভেন্দুর</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/pPjKdAu
via IFTTT

Post a Comment

0 Comments