Delhi Police: 'কালিমালিপ্ত করতেই ভিডিও ভাইরাল..' ! বাঙালি হেনস্থার মুখ্যমন্ত্রীর অভিযোগ, খারিজ করল দিল্লি পুলিশ

<p><strong>নয়াদিল্লি:</strong> বাঙালি হেনস্থার মুখ্যমন্ত্রীর অভিযোগ, খারিজ করল দিল্লি পুলিশ। মালদার পরিযায়ী শ্রমিককে 'হেনস্থা'র অভিযোগের ইস্যুতে বিস্ফোরক দিল্লি পুলিশ। বাঙালি হেনস্থার নামে সাজানো ভিডিওর দাবি দিল্লি পুলিশের।</p> <p>[yt]https://youtu.be/fs8WqxUC3N0?si=nMzCHKbk4yByCgz-[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক ! 'জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়..'" href="https://ift.tt/2RACIjg" target="_self">পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক ! 'জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়..'</a></p> <p>দিল্লি পুুলিশের দাবি, 'মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও। দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা, ২৫ হাজার চাওয়ার দাবি। রাজনৈতিক কর্মী এক আত্মীয়ের কথাতেই তৈরি করা হয় ভিত্তিহীন ভিডিও। তারপরে সেই ওই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার, তারপরেই ভাইরাল। জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার করেছেন ওই মহিলা, জানিয়েছেন দিল্লি পুলিশের DC। কালিমালিপ্ত করতেই ভিডিও ভাইরাল, বিস্ফোরক দাবি দিল্লি পুুলিশের।&nbsp;</p> <p>মূলত চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠেছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, 'বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই!'দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?' প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগই খারিজ করল দিল্লি পুলিশ।&nbsp;</p> <p>প্রসঙ্গত, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- এরকম একাধিক বিজেপি ও NDA শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও তাদের হেনস্থার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক গেছেন। আর এই জায়গাতেই সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, লক্ষ লক্ষ শ্রমিককে এখনও পেটের টানে অন্য় রাজ্যে যেতে হচ্ছে কেন?</p> <p>দিল্লি, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- সহ বিভিন্ন রাজ্য়ে, বাংলায় কথা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একাংশকে, বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে! যা ঘিরে উত্তাল রাজ্য় রাজ্য়নীতি! এদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক! কোথাও মারধর, কোথাও আটকে রাখা, কোথাও পুলিশি ধরপাকড়। তো কোথাও বাংলাদেশে অবধি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল। বাংলা ভাষায় যারা কথা বলে, তারা কী অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সমাজমাধ্যমে এ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।&nbsp;</p> <p>গত ৩০ জুন এক্স পোস্ট করে তিনি বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে।বৈধ কাগজপত্র থাকার পরেও, বাংলার অনেক দরিদ্র পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের হয়রানি করা হচ্ছে। অবৈধভাবে আটকে রাখা এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে।</p>

from india https://ift.tt/4namilV
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা