Bangladesh Unrest : 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক...', তাহেরপুরের সভা থেকে কী পরামর্শ শুভেন্দুর ?

<p><strong>কলকাতা:</strong> কোটা আন্দোলনের অন্যতম মুখ, শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদির খুনের পর প্রতিবাদের নামে চরম নৈরাজ্য় শুরু হয়েছে বাংলাদেশে। আবার মাথাচাড়া দিয়েছে মৌলবাদীদের তাণ্ডব। খুন,তাণ্ডব, ভাঙচুর,লুঠপাট! কিছুই বাদ যায়নি। উঠেছে ভারত-বিদ্বেষী স্লোগানও!&nbsp; তাহেরপুরের সভা থেকে এই ইস্যুতে সরব রাজ্যের বিরোধী দলনেতা <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/dnQJvpt" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>। বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে।'&nbsp;&nbsp;</p> <p>[yt]https://youtu.be/fQm3tHBFgxc?si=s4FN5onkFBctyEpE[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="বাংলাদেশে বিদ্বেষের বিষ, নৈরাজ্যের প্রতিবাদ এপারেও, বিক্ষোভের মাঝে আটকে TMC সাংসদ সৌগত রায়" href="https://ift.tt/8HCLY0k" target="_self">বাংলাদেশে বিদ্বেষের বিষ, নৈরাজ্যের প্রতিবাদ এপারেও, বিক্ষোভের মাঝে আটকে TMC সাংসদ সৌগত রায়</a></p> <p>শুভেন্দুর কথায়, 'যেভাবে আমাদের হিন্দুদের উপরে, অত্যাচার হচ্ছে,...আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে, যারা সনাতনি, তাঁরা ঐক্যবদ্ধ হয়ে, আগামীদিনে জামাতিদের হাত থেকে, পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এই আবেদন আপনাদের কাছে, আমি করতে চাই।'&nbsp;</p>

from india https://ift.tt/ZtVbOr9
via IFTTT

Post a Comment

0 Comments