WB By Election 2024: মানিকতলার একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি কল্যাণ চৌবের

<p>Kalyan Chubey On&nbsp; Maniktala &nbsp;By Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ মানিকতলায় ! মানিকতলার একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। হাইকোর্টের নির্দেশে ভোট হচ্ছে, হাইকোর্টে যাওয়া কি আমার ভুল ছিল ? প্রশ্ন তুলেছেন মানিকতলা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। আমি পুনরায় হাইকোর্টে যাব এবং এই ভিডিও ফুটেজ হাইকোর্টকে দেখাবো', জানিয়েছেন তিনি। সন্ত্রাসের অভিযোগে মানিকতলায় ফের ভোট চান কল্যাণ চৌবে। মানিকতলা থেকে কাঁকুড়গাছি, দফায় দফায় কল্যাণকে 'ম্যানমার্কিং'। দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলকর্মীদের চোর চোর স্লোগান। এলাকায় বিজেপি প্রার্থীর গাড়ি ঢুকতেই তেড়ে গেলেন তৃণমূলকর্মীরা । ভুয়ো ভোটার ধরতে যেতেই তৃণমূলের বাধা, অভিযোগ কল্যাণ চৌবের। কল্যাণ চৌবকে ঘেরাও করে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের। বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই ফের ধাওয়া তৃণমূলকর্মীর। হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া করলেন তৃণমূল কর্মীরা&nbsp; &nbsp; মানিকতলায় তুলকালাম। কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের দফায় দফায় বিক্ষোভ। কাঁকুড়গাছিতে ভুয়ো ভোটার ধরতে তাড়া বিজেপি প্রার্থীর। মানিকতলায় বুথের কাছে যেতেই কল্যাণ চৌবেকে ঘিরে উত্তেজনা। কল্যাণ চৌবেকে ঘিরে রেখে স্লোগান তৃণমূল কর্মীদের।গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের। বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই পিছনে ধাওয়া। হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া তৃণমূল কর্মীদের। ABP Ananda LIVE:</p>

from 'একজন মানুষ ২৫-৩০ টা করে ভোট দিচ্ছে', অভিযোগ কল্যাণ চৌবের https://ift.tt/uI0kWPw
via IFTTT

Post a Comment

0 Comments