<p><strong>নয়াদিল্লি:</strong> ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় আজও তুলকালাম। আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ককে মার্শাল দিয়ে বার করা হল অধিবেশন কক্ষ থেকে। বিধায়ক খুরশিদ আলম শেখ একটি পোস্টার দেখাতে গেলে, তা ঘিরে উত্তেজনা। ন্যাশনাল কনফারেন্স ও বিজেপি বিধায়কদের মধ্যে ধাক্কাধাক্কি। গতকালও ৩৭০ ধারা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীর বিধানসভা। বিরোধী বিধায়কদের জাপটে ধরে অধিবেশন কক্ষ থেকে সরিয়ে দেন মার্শালরা। </p> <p>আরও পড়ুন, <a title="তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গরহাজির খোদ গোসাবার TMC বিধায়ক ! 'তোলাবাজির অভিযোগে..'" href="https://ift.tt/OubaUiP" target="_self">তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গরহাজির খোদ গোসাবার TMC বিধায়ক ! 'তোলাবাজির অভিযোগে..'</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/fYw74SE" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731114520035000&usg=AOvVaw1it01z_xH7eLczn6JnkYSi">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
from india https://ift.tt/6KEhubM
via IFTTT
0 Comments