Supreme Court: আদালতের বাইরে মিটমাট করে নিলেই মামলা খারিজ নয়, যৌন নিগ্রহ নিয়ে বলল সুপ্রিম কোর্ট

<p><strong>নয়াদিল্লি:</strong> যৌন নিগ্রহের মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/WyXhSTb" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>। শীর্ষ আদালত জানিয়েছে, অভিযোগকারিণী এবং অভিযোগকারীর আদালতের বাইরে যদি মিটমাট বা আপস করে নেন, তাতে মামলা খারিজ হবে না। &nbsp;নাবালিকা পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। &nbsp;সেই মামলায় দুই পক্ষের মিটমাট হয়ে গিয়েছে, এই যুক্তিতে ওই শিক্ষককে মুক্তি দেয় রাজস্থান হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সেই রায় খারিজ হয়ে গেল শীর্ষ আদালত।</p> <p>বৃহস্পতিবার শুনানি চলাকালীন এমন নির্দেশ দেওয়ার পাশাপাশি, হাইকোর্টে মুক্তি পেয়ে যাওয়া, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পুনরায় চালু করার নির্দেশও দিয়েছে আদালত। বিচারপতি সিটি রবিকুমার, পিবি সঞ্জয়কুমারের বেঞ্চ বলে, "হাইকোর্টের ওই অনাবশ্যক রায় খারিজ করা হল। আইন অনুযায়ী অভিযুক্তের বিরপদ্ধে এফআইআর দায়ের করতে হবে। অপরাধমূলক ধারায় পদক্ষেপ করতে হবে তাঁর বিরুদ্ধে।"</p> <p>চলতি বছরের অক্টোবর মাসে রাজস্থান হাইকোর্ট অভিযুক্তকে মুক্ত করে। &nbsp;কিন্তু দুই পক্ষ আপস করে নিয়েছে বলে যুক্তি দিয়ে, ভারতীয় দণ্ডবিধির ৪৮২ অনুচ্ছেদের আওতায় যৌন নিগ্রহের মামলা খারিজ করার অধিকার হাইকোর্টের রয়েছে কি না, সেই নিয়ে প্রশ্ন ওঠে। যে মামলাটিকে ঘিরে এই টানাপোড়েন, সেটি ২০২২ সালের। অভিযুক্ত সরকারি স্কুলে কর্মরত শিক্ষক। নাবালিকা পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।</p> <p>জানা গিয়েছে, ২০২২ সালে রাজস্থানের গঙ্গাপুর শহরে ওই ঘটনা ঘটে। দলিত পরিবারের এক পড়ুয়াকে তিনি যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ সামেন আসে। নির্যাতির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হলে মামলা দায়ের হয়। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। সেই সঙ্গে যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা (POCSO) এবং তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন ধারা যুক্ত করা হয় মামলায়।</p> <p>সবিস্তার আসছে</p>

from india https://ift.tt/s8qTRvQ
via IFTTT

Post a Comment

0 Comments

Murshidabad News: ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বঙ্গসন্তানের মৃত্যু ! বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল