Tamil Nadu Accident : ৩০ ফুট উচ্চতা থেকে ধসে পড়ল ধাতব কাঠামো, ৩৭০০ জন কাজ করছিলেন, ভয়ঙ্কর দুর্ঘটনা চেন্নাইতে

<p>&nbsp;</p> <p><strong>Chennai Thermal Power Station Collapsed :</strong> নিমেষেই বদলে গেল কাজের জায়গা। ৩০ ফুট উচ্চতা থেকে ধসে পড়ল ধাতব কাঠামো, দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন ৩৭০০ জন। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চেন্নাইয়ের তাপ বিদ্যুৎ কেন্দ্রে।&nbsp;</p> <p><strong>কী বলছেন প্রত্যক্ষদর্শীরা</strong><br />চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র (এন্নোর) নির্মাণস্থলে একটি ভবন ধসে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। জানা গেছে, ৩০ ফুট উঁচু একটি খিলান বেশ কয়েকজন শ্রমিকের উপর পড়ে। যাতে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বহু মানুষ।</p> <p><strong>১০ জনেরও বেশি গুরুতর আহত, বলছে পুলিশ</strong><br />নিহতদের সকলকে ময়নাতদন্তের জন্য স্ট্যানলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে। পুলিশ কমিশনারেট জানিয়েছে, "ভবন ধসের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে। ১০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।"</p> <p><strong>দুর্ঘটনাস্থলে ৩৭০০ জন কাজ করছিলেন</strong><br />তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের (TNEB) সচিব ডঃ জে. রাধাকৃষ্ণণ জানিয়েছেন, মোট ৩,৭০০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। নিরাপত্তা আধিকারিক ও কর্মীরা পৃথক দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখন আর কোনও সমস্যা নেই। হতাহতরা সকলেই অসমের বাসিন্দা।</p> <p>হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের ICU ইউনিটে চিকিৎসা করানো হচ্ছে। জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দলকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।</p> <p><strong>বিকট শব্দ শুনে লোকজন ঘটনাস্থলে পৌঁছন</strong><br />এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি উত্তর চেন্নাইয়ের একটি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এটি TANGEDCO-এর তত্ত্বাবধানে রাজ্যের একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী। বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে সম্প্রসারণের কাজ চলছে, যার কাজ ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ ধসে পড়ে, ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলের বিভিন্ন স্থানে কর্মরত শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে যান ও কর্তৃপক্ষকে অবহিত করেন।</p> <p><strong>প্রধানমন্ত্রী মোদি শোক প্রকাশ করেছেন</strong><br />এই খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের জন্য আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" ক্ষতিপূরণ ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।</p>

from india https://ift.tt/vhUPnqw
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা