<p><strong> মুর্শিদাবাদ:</strong> ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা, তাঁর বয়স ১৯। ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চকবাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক আকির ও পলাশ শেখ। 'বাংলা ভাষায় কথা বলায় মারধর করেছে বিজেপির গুন্ডারা', অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের। </p> <p>[yt]https://youtu.be/t0RIEzraXwU?si=liYGCHHTA7E_W74u[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ঘনকুয়াশা দক্ষিণ ২৪ পরগনা, দৃশ্যমানতা নেমে এল ৫০-৭০ মিটারে ! ব্যাহত জনজীবন, ফেরি পরিষেবায় সতর্কতা জারি" href="https://ift.tt/x31wgAk" target="_self">ঘনকুয়াশা দক্ষিণ ২৪ পরগনা, দৃশ্যমানতা নেমে এল ৫০-৭০ মিটারে ! ব্যাহত জনজীবন, ফেরি পরিষেবায় সতর্কতা জারি</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/rutC1hi
via IFTTT
0 Comments