<p><strong>কলকাতা:</strong> নথি যাচাই বাধ্যতামূলক, ভোটার তালিকা সংশোধনে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। 'ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার নোটিস পাঠালে, প্রমাণের জন্য নির্ধারিত নথি জমা দিতে হবে। ভোটারদের জমা দেওয়া সমস্ত নথি BLO অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। ECINet-এ তা পাওয়ার ৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করে নিতে হবে। যদি নথি একই রাজ্যের অন্য কোনও জেলার কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়......তাহলে ECINet-এর মাধ্যমে সেই জেলার DEO-র কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। নথি রাজ্যের বাইরের কোনও কর্তৃপক্ষ ইস্যু করলে, CEO-র মাধ্যমে যাচাইয়ের অনুরোধ পাঠানো হবে', নির্দেশাবলী জেলা নির্বাচন আধিকারিক, ERO, রোল অবজার্ভারদের কঠোরভাবে মানতে হবে, জানাল কমিশন।</p> <p>[yt]https://youtu.be/UhYQhYpv0WU?si=POPuXacpmc2A3Gz1[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বঙ্গসন্তানের মৃত্যু ! বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল" href="https://ift.tt/rutC1hi" target="_self">ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বঙ্গসন্তানের মৃত্যু ! বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/Eh1W8PJ
via IFTTT
0 Comments