<p><strong>নয়াদিল্লি:</strong> ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি <a title="বাংলাদেশে সাধারণ নির্বাচন" href="https://ift.tt/1nBqtg8" target="_self">বাংলাদেশে সাধারণ নির্বাচন</a>। তার আগে ছাত্র নেতা ওসমান হাদির খুন ঘিরে <a title="হিংসার আগুনে জ্বলছে" href="https://ift.tt/F7ecg6V" target="_self">হিংসার আগুনে জ্বলছে</a> পদ্মা পারের দেশ। ভাঙচুর, তাণ্ডব, লুঠপাট, অগ্নি সংযোগ, খুন...কিছুই বাদ যাচ্ছে না। অস্থির এই পরিস্থিতির মধ্যে ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন BNP নেত্রী খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 'আপনাদের সামনে বলতে চাই I have a plan..'। </p> <p>[yt]https://youtu.be/Edn-fpxv7u4?si=4TJFND3-sGilGA_i[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" দীপুচাঁদ দাসের পরিবারকে সাহায্যের আহ্বান শুভেন্দুর, হিন্দুদের বললেন, 'যা পারবেন দেবেন..'" href="https://ift.tt/1nBqtg8" target="_self"> দীপুচাঁদ দাসের পরিবারকে সাহায্যের আহ্বান শুভেন্দুর, হিন্দুদের বললেন, 'যা পারবেন দেবেন..'</a></p> <p>এদিন তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায়, তাঁদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাইবোনেরা, আজ আমাদের সময় এসেছে, সকলে মিলে দেশ গড়ার।এই দেশে, যেমন বাইরের মানুষ আছে, এই দেশে একইভাবে, সমতুল্য মানুষ আছে।এই দেশে মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রীষ্ট সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই, সকলে মিলে, এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে, একজন নারী একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে, নিরাপদে ঘরে আবার ফিরে আসতে পারে। এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, চাক কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, ৫ কোটির মত শিশু, ৪০ লক্ষের মতো প্রতিবন্দী মানুষ রয়েছেন। ...আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাষা পূরণ করতে পারব।'</p> <p>তিনি আরও বলেন,' প্রিয় ভাই বোনেরা ৭১ সালে, আমাদের শহিদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন,এইরকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে, শতশত হাজারো , গুম- খুনের শিকার হয়েছেন। শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরিহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে, অত্যাচার -নির্যাতনের শিকার হয়েছেন, জীবন দিয়েছেন। ২০২৪ সাল মাত্র সেদিনের ঘটনা। কীভাবে আমরা দেখেছি, আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা, কীভাবে নিজের জীবন উৎসর্গ করেছে, দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাইবোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের, এক সাহসী সদস্য, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।ওসমান হাদি শহিদ হয়েছেন।..এই মানুষগুলির রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। যেখানে আমরা সকলে মিলে কাজ করব। ..আমাদেরকে ধৈয্য ধারণ করতে হবে। বিশেষ তরুণ প্রজন্মরাই আগামীদিনে দেশকে নেতৃত্ব দেবেন। দেশকে গড়ে তুলবেন।'</p> <p>খালেদা পুত্রের সংযোজন, প্রিয় ভাইবোনেরা, মার্টিন লুথার কিং, নাম শুনেছেন না আপনারা ? তার একটি বিখ্যাত ডায়লোগ আছে, I have a dream, আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, I have a plan.'</p> <p> </p> <p> </p> <p> </p>
from india https://ift.tt/DARXEnw
via IFTTT
0 Comments