<p><strong>কলকাতা :</strong> অশান্তির বিরাম নেই ওপার বাংলায়। সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনা সামনে আসছে নাগাড়ে। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর করা হচ্ছে। একাধিক মন্দিরও ভাঙচুর করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ। এই আবহে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ) পোস্ট করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, 'গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা।' কাজেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে আফগানিস্তানের পথে বাংলাদেশ ? বাংলাদেশে কি তালিবান-শাসনের ছায়া দেখা যাচ্ছে ? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তি নোবেল জয়ী ইউনূসের জমানায় ?</p> <p>ভিডিও পোস্ট করে অগ্নিমিত্রা লিখেছেন, 'আফগানিস্তানের অত্যাচারী শাসনের সমান্তরালে বাংলাদেশে নারীদের বিরুদ্ধে একটি জঘন্য ফতোয়া ঘোষণা করা হয়েছে। সবথেকে বিস্ময়কর বিষয় হল, এটা ঘটেছে গোপালগঞ্জে। যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। গোপালগঞ্জের গোহরডাঙায় কট্টরপন্থী মুসলিমরা মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে যে ফতোয়া। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক একটি জেলায় এই ধরনের পশ্চাদপসরণমূলক বিধিনিষেধ আরোপ করা লজ্জাজনক এবং উদ্বেগজনক।'</p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">A shocking fatwa against women has been declared in Bangladesh, drawing unsettling parallels to Afghanistan's oppressive regime. Even more appalling, this has occurred in Gopalganj—the birthplace of Bangabandhu Sheikh Mujibur Rahman and the home of Prime Minister Sheikh Hasina.… <a href="https://t.co/K3Hch1l1f9">pic.twitter.com/K3Hch1l1f9</a></p> — Agnimitra Paul BJP (@paulagnimitra1) <a href="https://twitter.com/paulagnimitra1/status/1864524301480702050?ref_src=twsrc%5Etfw">December 5, 2024</a></blockquote> <blockquote class="twitter-tweet">অশান্ত বাংলাদেশ। হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। সুনামগঞ্জ জেলায় হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর করা হয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলারগাঁও গ্রামে আক্রান্ত হন হিন্দুরা। বেছে বেছে হিন্দুদে বাড়িঘর, দোকান ভাঙচুর করা হয়। শতাধিক বাড়ি ভাঙচুরের পাশাপাশি, সুনামগঞ্জের একটি লোকনাথ মন্দিরেও ভাঙচুর চালানো হয়। মূর্তি ভাঙাই শুধু নয়, মন্দির থেকে প্রায় ১৫ লক্ষ টাকা লুঠ করে হামলাকারীরা। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর করে মৌলবাদীরা। হামলার ছবি ভাইরাল।পুুলিশকে জানালেও কোনও কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে, হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের প্রতিবাদ করায়, মৌলবাদীদের হাতে আক্রান্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী। ভাইরাল সেই ঘটনার ভিডিও।</blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p>
from india https://ift.tt/eyo3ztI
via IFTTT
0 Comments