<p><strong>নয়াদিল্লি:</strong> একটা সময়ে বলিউডের অন্যতম হট ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। আজ সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি। </p> <p>আরও পড়ুন, <a title="একদিন বাথরুমে ঢুকে কেঁদেছিলেন গোপনে, ঘৃণাও করতেন নিজেকে ! কেন এমন স্মৃতিচারণা শাহরুখ খানের" href="https://ift.tt/kfjrbua" target="_self">একদিন বাথরুমে ঢুকে কেঁদেছিলেন গোপনে, ঘৃণাও করতেন নিজেকে ! কেন এমন স্মৃতিচারণা শাহরুখ খানের</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/eixU5hb
via IFTTT
0 Comments