Jammu and Kashmir News: উপত্যকায় রহস্য-রোগের আতঙ্ক ! ভাইরাস-ব্যাক্টেরিয়া-ইনফেকশন নয়; এই কারণে একের পর এক প্রাণহানি

<p><strong>শ্রীনগর :</strong> উপত্যকায় রহস্য-রোগের আতঙ্ক ! যার জেরে ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। কী কারণে তাঁদের মৃত্যু তার কারণ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। যা চমকে ওঠার মতো তথ্য। গত কয়েক মাস ধরে উপত্যকার বুধাল গ্রামে একের পর এক প্রাণহানিতে আতঙ্ক ছড়ায়। কী কারণে তাঁদের মৃত্যু, তা জানতে কেন্দ্রীয় তদন্তকারী দলও তৈরি করা হয়। কোনও ভাইরাস বা ব্যাক্টেরিয়া থেকে তাঁদের প্রাণহানির তত্ত্ব আগেই উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাডমিয়াম টক্সিনের জেরে এই অসুস্থতা।&nbsp;</p> <p>সর্বভারতীয় সংবাদ মাধ্যম 'দৈনিক জাগরণ'-কে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "আক্রান্তদের শরীরের নমুনা লখনৌয়ের Indian Institute of Toxicology Research-তে পরীক্ষা করে Cadmium শনাক্ত করা হয়েছে। যদিও কীভাবে তাঁদের শরীরে ক্যাডমিয়াম ঢুকল তা তদন্ত-সাপেক্ষ। আক্রান্তদের শরীরের নমুনা থেকে কোনও ভাইরাস, ব্যাক্টেরিয়া বা সংক্রমণ পাওয়া যায়নি। এর মধ্যে যদি কোনও অপকর্ম থেকে থাকে, তা আমরা জেনে যাব।"</p> <p>ক্যাডমিয়াম অত্যন্ত বিষাক্ত একপ্রকার ধাতু যা শরীরের ভিতরে ঢুকে পড়লে বিভিন্ন রোগের কারণ হতে পারে। দূষিত বায়ু বা দূষিত খাবার ও জল পানের কারণেও ক্যাডমিয়াম বিষক্রিয়া ঘটতে পারে।&nbsp;</p> <p>গত রবিবারেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় কেন্দ্রের উচ্চস্তরীয় বিশেষজ্ঞের দল পৌঁছে গিয়েছিল। সেখানকার বুধাল গ্রামে পরপর ১৭ জনের মৃত্যুকে আতঙ্ক ছড়ায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী <a title="অমিত শাহ" href="https://ift.tt/mnDe2LU" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>র নির্দেশে এই রহস্যমৃত্যুর কারণ অনুসন্ধান করতে বিশেষজ্ঞের দল পাঠানো হয়। এই প্রত্যন্ত গ্রামের (Mysterious Disease) ৩টি পরিবারের ১৭ জন মারা গিয়েছেন এই অজানা রোগে। সম্প্রতি মৃত্যু হয়েছে ইয়াসমিন কৌসর নামের এক কিশোরীর যার বাবার নাম মহম্মদ আসলাম। জম্মুর এসএমজিএস হাসপাতালে (Jammu &amp; Kashmir) তার চিকিৎসা চলছিল। রবিবার রাতেই তার মৃত্যু হয়। পিটিআই সংবাদসংস্থার মাধ্যমেই জানা গিয়েছে।</p> <p>রাজৌরি জেলায় গত ৭ ডিসেম্বর একসঙ্গে ৫ জনের মৃত্যু হয়, ১৯ জানুয়ারি মারা যায় এক কিশোরী এবং এর মাধ্যমেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭-তে। বেশ কয়েকদিন ধরেই সেই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি ছিলেন। কাশ্মীরে ইতিমধ্যেই ১১ সদস্যের একটি দল এসে অনুসন্ধান করে। কাশ্মীরের স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এই এলাকার মোট ১০ হাজার বাড়ি ভাল করে খুঁজে দেখা হয় রোগের উৎস বা কারণ বোঝার জন্য। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাস্থলে যান পরিদর্শনে। অজানা রোগে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি।</p>

from india https://ift.tt/cYQ96oi
via IFTTT

Post a Comment

0 Comments