Parliament Adjourned : বিরোধী সাংসদদের টানা স্লোগান, দুপুর পর্যন্ত মুলতুবি উভয় কক্ষে; 'অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চান কি চান না ?'

<p><strong>নয়াদিল্লি :</strong> বিরোধী দলের সাংসদদের টানা স্লোগান ও বাধাদান। সংসদের উভয় কক্ষে দুপুর পর্যন্ত মুলতুবি ঘোষণা হল। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। সঙ্গে চলে টানা স্লোগান, প্রচার-পুস্তিকা ছোড়া হয়। যার জেরে মধ্যস্থতা করেন স্পিকার এম বিড়লা। কার্যবিবরণী শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকার প্রতিবাদী সাংসদদের ভর্ৎসনা করে বলেন, "মাননীয় সদস্যগণ, আপনারা কি সংসদকে ব্যাহত করতে চান? আপনারা কি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে চান না ? আপনারা বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করা উচিত। তাহলে আপনারা কেন সংসদকে তা করতে দিচ্ছেন না?"</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Opposition MPs continue to sloganeer in the Lok Sabha before the commencement of discussion on Operation Sindoor; House adjourned till 1300 hours<br /><br />Speaker Om Birla says, "First, you ask for a debate on Operation Sindoor, then in the House, you come into the Well of the House. If&hellip; <a href="https://t.co/CxUIHnUzo4">pic.twitter.com/CxUIHnUzo4</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1949722411475128421?ref_src=twsrc%5Etfw">July 28, 2025</a></blockquote> <blockquote class="twitter-tweet">এরপরই অধ্যক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, "বিরোধী দলের নেতা, দয়া করে আপনি আপনার দলের সদস্যদের বোঝান। ওঁদের হাউসে Pamphlets ছোড়ার জন্য পাঠানো হয়নি। আপনারা এরকম আচরণ করতে চান ? গোটা দেশ দেখবে যে, আপনারা প্রশ্নোত্তর পর্ব ব্যাঘাত ঘটিয়েছেন, প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, স্লিপ ছুড়ছেন এবং স্লোগান দিচ্ছেন।"</blockquote> <blockquote class="twitter-tweet"><br /> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Before adjourning Lok Sabha till 12 noon in Question Hour, Speaker Om Birla had said that Opposition members were deliberately disturbing the proceedings of the House. He asked the Leader of the Opposition (Rahul Gandhi) to tell members of his party not to display posters. He&hellip; <a href="https://t.co/UQUhkWrtn4">pic.twitter.com/UQUhkWrtn4</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1949720326352392353?ref_src=twsrc%5Etfw">July 28, 2025</a></blockquote> <blockquote class="twitter-tweet">বারবার সতর্ক করার পরেও, হট্টগোল অব্যাহত থাকে। যার ফলে স্পিকার দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। একইভাবে, রাজ্যসভাও দুপুর পর্যন্ত মুলতবি করা হয়। 'অপারেশন সিন্দুর'-এর উপর ১৬ ঘণ্টাব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিতর্কের মাত্র কয়েক ঘণ্টা আগে এই মুলতবি ঘোষণা করা হয়েছে। Parliament's Both Houses Adjourned</blockquote> <blockquote class="twitter-tweet">'অপারেশন সিঁদুর' আলোচনার আগে এই পরিস্থিতি তৈরি হওয়ায় এনিয়ে বিরোধী সাংসদদের নিশানা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। 'ভারতীয় সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে' বলে সতর্ক করে দেন তিনি।</blockquote> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p>

from india https://ift.tt/SRGFJyB
via IFTTT

Post a Comment

0 Comments