<p>উত্তরপ্রদেশ : হরিদ্বারের মনসা দেবী মন্দিরের পর উত্তরপ্রদেশের বরাবাঁকি। সেখানকার অনীশ্বর শিবের মন্দিরে পদপিষ্ট হয়েছেন পুণ্যার্থীদের অনেকেই। বরাবাঁকির অনীশ্বর শিবের মন্দিরে পদপিষ্ট হয়ে ২ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৯ জন। সোমবার উপলক্ষ্যে রবিবার রাত থেকেই এই শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করেছিলেন ভক্তরা। প্রচুর ভক্ত সমাগমের মধ্যেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। 'বাঁদরের লাফালাফিতে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ছাউনির ওপর পড়ে। কয়েকজন ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন, তারপরই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে', জানিয়েছেন জেলাশাসক। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ছুটির দিন পুজোর দেওয়ার জন্য হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভিড় করেছিলেন প্রচুর ভক্ত। মূল মন্দিরে যাওয়ার সিঁড়ির উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে এমন গুজব রটেছিল। তার জেরেই হুড়োহুড়িতে পদপিষ্ট মৃত্যু হয়েছে ৮ জনে। আহত হয়েছেন প্রচুর মানুষ। </p> <p>মন্দির চত্বরে বাঁদরের লাফালাফিতে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পরই বিদ্যুৎস্পৃষ্ট হন পুণ্যার্থীদের কয়েকজন। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯ জন। জানা গিয়েছে, রবিবার ২৭ জুলাই মধ্যরাত থেকেই উত্তরপ্রদেশের বরাবাঁকির অনীশ্বর শিব মন্দিরে ভক্তসমাগম হয়েছিল। ওই রাতেই ঘটেছে দুর্ঘটনা। মহাদেবের মাথায় জল ঢালতে এসেছিলেন পুণ্যার্থীরা। সেখানেই ঘটে গিয়েছে এমন অঘটন। জানা গিয়েছে, রবিবার রাত থেকেই উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার হায়দারগড় এলাকায় অবস্থিত অনীশ্বর মন্দিরে 'জলাভিষেক' উপলক্ষ্যে ভিড় করেছিলেন ভক্তরা। সাধারণত এই 'জলাভিষেক' আচার অনুসারে ঈশ্বরকে জল উৎসর্গ করা হয়, বিশেষ করে মহাদেবকে জল উৎসর্গ করা হয়। </p> <p>রবিবার মধ্যরাতেই শুরু হয়েছিল জলাভিষেকের আচার-অনুষ্ঠান, রীতি-নীতি। প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন অনীশ্বর মন্দিরে। রাত প্রায় ২ টো নাগাদ বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আগত পুণ্যার্থীদের অনেকেই। আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হুড়োহুড়িতেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈড়ি হয়েছিল মন্দির চত্বরে। জেলাশাসক জানিয়েছেন, মন্দিরের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর লাফালাফি করছিল বাঁদরের দল। তখনই বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং মন্দির চত্বরে পড়ে। আর তা থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকে। চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আতঙ্কে প্রাণ বাঁচানোর তাগিদে যে যেদিকে পারছিলেন ছুটে পালাতে থাকেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। বাকি ২৯ জন আহত পুণ্যার্থীকে নিয়ে যাওয়া হয় Haidergarh and Trivediganj Community হেলথ সেন্টারে। যাঁদের চোট-আঘাত গুরুতর ছিল তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের চিকিৎসা চলছে। অনেকেই সুস্থ হয়ে উঠছেন। </p>
from india https://ift.tt/y2FisaH
via IFTTT
0 Comments