Supreme Court: সোমবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে 'সুপ্রিম' শুনানি

<p><strong>শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদার, কলকাতা:</strong> বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে সর্বোচ্চ আদালতে নির্বাচন কমিশনের হলফনামা নিয়ে নিজেদের বক্তব্য জমা দিল মূল মামলাকারী অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। তাদের অভিযোগ, ভোটারদের নিয়ে ভয়াবহ প্রতারণা করা হয়েছে। কেন তড়িঘড়ি ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হল তার গ্রহণযোগ্য ব্যাখ্যা নির্বাচন কমিশন দিতে পারেনি। এ নিয়ে চলছে রাজনৈতিক তরজা।</p> <p>[yt]https://youtu.be/dlorhGxVhE4?si=bkQXfrW74IRQ3S1B[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির খুঁটিপুজোতে উঠে এল, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ !" href="https://ift.tt/qRwAir1" target="_self">দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির খুঁটিপুজোতে উঠে এল, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ !</a></p> <p>&nbsp;ভোটারদের সঙ্গে ভয়াবহ প্রতারণা। বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধনকে, এভাবেই ব্যাখ্যা করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে অন্যতম প্রধান মামলাকারী হল ADR। সোমবার ফের এই মামলার শুনানি হবে। তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।<br />&nbsp;<br />বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পয়লা অগাস্ট। &nbsp;নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, যোগ্য ভোটারের নাম বাদ যাওয়া বা অযোগ্যদের নাম থেকে যাওয়া থেকে শুরু করে নতুন ভোটারের নাম তোলার জন্য পয়লা অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প করা হবে। সেখানে সংশ্লিষ্ট ERO-র কাছে আবেদন বা অভিযোগ জানানো যাবে। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্ন, কোনও যোগ্য ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায় কিংবা অযোগ্য ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে তাহলে তা চিহ্নিত করে জানানোর জন্য পয়লা অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর, ১ মাস সময় দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না তাহলে তারা (বিরোধী) এই বিষয়টিকে (ভোটার তালিকার বিশেষ সংশোধন) এত বড় ইস্যু কেন করছে? কেন তারা (বিরোধী) তাদের ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট বা BLA-দের দাবি এবং অভিযোগগুলো এই ১ মাসের মধ্যে জমা দিতে বলছে না? কেন কিছু ব্যক্তি এমন ধারনা তৈরি করার চেষ্টা করছেন, যে খসড়া তালিকাই চূড়ান্ত, যা SIR-এর নির্দেশ অনুযায়ী একেবারেই নয়।</p> <p>অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের হলফনামার পাল্টা হিবেসে, শনিবার নিজেদের বক্তব্য পেশ করেছে মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থা ADR। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি কেন বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মতো প্রক্রিয়া চালাতে হল, সেই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সিপিএম আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিহার আর SIR নিয়ে দেওয়া বাইটটা রাখবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে। এর আগে, ১০ জুলাইয়ের শুনানিতে কমিশনের এই সমীক্ষার কাজে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আধার, ভোটার ও রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করতে বিবেচনা করতে বলেছিল সর্বোচ্চ আদালত। তার উত্তরে ইতিমধ্যে আধার, ভোটার ও রেশন কার্ড নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। হলফনামা দিয়ে তারা বলেছে, আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার তালিকায় নাম থাকার জন্য এগুলি প্রামাণ্য নথি হতে পারে না।</p> <p>সূত্রের খবর, শনিবার সুপ্রিম কোর্টে নথি জমা দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ADR পাল্টা পাল্টা যুক্তি দিয়েছে, স্থায়ী বাসস্থানের শংসাপত্র, OBC/SC/ST শংসাপত্র এবং পাসপোর্ট পেতে আধার কার্ডকে অন্যতম প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয়। সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা না দেওয়া স্পষ্টতই অযৌক্তিক। হলফনামায় মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার দাবি,ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়ায় enumeration form বা গণনা ফর্ম পরীক্ষা অথবা নথি যাচাইয়ের নির্দিষ্ট কোনও পদ্ধতির কথা বলা হয়নি। তার ওপর এক এক জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের ওপর ৩ লক্ষের বেশি গণনা ফর্মের দায়িত্ব রয়েছে। এই প্রেক্ষাপটে ADR-এর অভিযোগ, নির্দিষ্ট কোনও পদ্ধতি না থাকায় ERO-রা নিজেদের ইচ্ছেমতো কাজ করছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত মামলায় <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/owm2zV6" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a> কী নির্দেশ দেয়, সেদিকে তাকিয়ে নির্বাচন কমিশনও। শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৬৫ লক্ষ ২০ হাজার নাম বাদ পড়ছে।</p>

from india https://ift.tt/6Kcw2J4
via IFTTT

Post a Comment

0 Comments