UP Dalit Girl Attacked: টানা ২ মাস বছর ১৪ এর দলিত নাবালিকাকে 'গণধর্ষণ' ! অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হল চামড়া, লেখা হল 'ওম' ট্যাটু..

<p><strong>নয়াদিল্লি:</strong> টানা দুমাস ধরে বছর ১৪ এর দলিত নাবালিকাকে 'গণধর্ষণ' ! বিস্ফোরক অভিযোগ উত্তরপ্রদেশের মোরাদাবাদে । এই নৃশংস অত্যাচারের ঘটনায় অভিযুক্ত ৪ জন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি তিনজন পলাতক।</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=5BIKXNPc91w[/yt]</p> <p>ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী পুলিশ সূত্রে খবর, পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২ জানুয়ারি, বছর ১৪ এর ওই মেয়েটি দর্জির দোকানে যাচ্ছিল। সেই পথেই তাঁকে অপহরণ করা হয়। মাদকজাত দ্রব্যের মাধ্যমে অজ্ঞান করে একটি ঘরে আটকে রাখে। এর পর টানা ২ মাস ধরে একাধিকবার গণধর্ষণ চালানো হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযুক্তরা অ্যাসিড দিয়ে কিশোরির চামড়া পুড়িয়ে ''ওম'' ট্যাটু লিখে দিয়েছে ! জোর করে খাওয়ানো হয়েছে মাংস। সঙ্গে এভাবেই চলেছে নির্মম অত্যাচার।</p> <p>আরও পড়ুন, <a title="নথি ধরে ধরে পরীক্ষা, অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে অভিযান !" href="https://ift.tt/GpoewkB" target="_self">নথি ধরে ধরে পরীক্ষা, অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে অভিযান !</a></p>

from india https://ift.tt/omSNlGn
via IFTTT

Post a Comment

0 Comments