Bangladeshi Infiltration: নথি ধরে ধরে পরীক্ষা, অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে অভিযান !

<p><strong>নয়াদিল্লি:</strong> অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে ফের অভিযান। অনুপ্রবেশকারী খুঁজতে দিল্লির সঙ্গমবিহারে অভিযান চালাল পুলিশ। কোনও অনুপ্রবেশকারী আছে কিনা, নথি ধরে ধরে পরীক্ষা।</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=5BIKXNPc91w[/yt]</p> <p>কলকাতাকে বাংলাদেশের অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা। বাংলা-সহ সারা দেশেই জঙ্গি ইস্যু ঘিরেও সতর্ক ভারত সরকার। একের পর এক ভুয়ো পার্সপোর্টকাণ্ড সামনে আসছে। গ্রেফতার হয়েছেন একাধিক অনুপ্রবেশকারী। তারই মধ্যে গত কয়েকদিন ধরেই সীমান্তে, কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছিল BGB এর বিরুদ্ধে। যদিও সীমান্তে এই উস্কানিতে থেমে নেই ভারত। পাল্টা চাপ এবার দিল্লির তরফেও। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। &nbsp;পাল্টা, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে কড়া বার্তা দিয়েছিল বিদেশমন্ত্রক।&nbsp;</p> <p>&nbsp;সীমান্তে পাচার-সহ যেকোনও অপরাধমূলক কার্যকলাপ, দুষ্কৃতীদের পারাপার রুখতে বদ্ধপরিকর ভারত সরকার। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে সার্চ লাইট-সহ উন্নত প্রযুক্তির ডিভাইস ব্য়বহার করা হচ্ছে। তাই, সীমান্তে সব রকম অপরাধমূলক কাজের যবনিকা টানতে, যাবতীয় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নেবে বাংলাদেশ সরকার বলেই আশাবাদী ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছিলেন, সীমান্তে চোরাচালান, অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবিলায় উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অপরাধদমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন।</p> <p>গতবছরের শেষে &nbsp;বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে, কৌশলের পথ আওড়ে ছিল ইউনুস সরকার। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের মাঝেই পাল্টা ভারতীয় হাই কমিশনারকে তলব করে পাঠিয়েছিল। তারপর আর দেরি করেনি ভারত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছিল বিদেশমন্ত্রক। মূলত, সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিল ইউনূসের সরকার। মুজিব কন্যার মুখ বন্ধ করাতে ঢাকার তরফে নয়াদিল্লিতে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, হাসিনাকে উসকানিমূলক মন্তব্য থেকে যেন বিরত থাকতে বলা হয়। বাংলাদেশের ইঙ্গিত ছিল, ভারতের ইন্ধনেই এই বক্তব্য রেখেছিলেন হাসিনা। তবে এমন দাবির পরই কড়া বার্তা দিয়েছে ভারত সরকার। এরপর চলতি মাসের শুরু দিকেই &nbsp;বাংলাদেশের হাইকমিশনার &nbsp;নুরুল ইসলামকে তলব করে সব স্পষ্ট করে দিয়েছিল ভারত।&nbsp;</p> <p>আরও পড়ুন, <a title="এখনও হাঁটতে পারছেন না যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায়..'" href="https://ift.tt/eHRbu9o" target="_self">এখনও হাঁটতে পারছেন না যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায়..'</a></p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/GpoewkB
via IFTTT

Post a Comment

0 Comments