PM Modi Met Rampal Kashyap : ১৪ বছর ধরে খালি পায়ে ! কাইথালে সেই রামকে জুতো পরালেন মোদি

<p>&nbsp;</p> <p><strong>Rampal Kashyap :</strong> কোনও ব্যক্তির এ হেন কর্মকাণ্ডের কথা শুনলে অবাক হবেন যে কেউ। প্রিয়জনকে প্রধানমন্ত্রী (PM Modi) না দেখা পর্যন্ত জুতো না পরার শপথ নিতে পারেন কেউ ? হ্যাঁ, ১৪ বছর খালি পায়ে হেঁটে বেরিয়েছেন কাইথালের রামপাল কাশ্যপ (Rampal Kashyap)।&nbsp;</p> <p><strong>প্রধানমন্ত্রী মোদি পরালেন জুতো</strong><br />সোমবার ১৪ এপ্রিল অবশেষে এল সেইদিন। যার জন্য জুতো না পরার পণ করেছিলেন হরিয়ানার যমুনানগরের বাসিন্দা রামপাল কাশ্যপ। যাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়ে শপথ নিয়েছিলেন, তিনি তাঁর পায়ে পরিয়ে দিলেন জুতো। খোদ এই বৈঠকের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি।</p> <p><strong>কী লিখেছেন প্রধানমন্ত্রী</strong><br />সোশ্য়াল মিডিয়া প্লাটফর্ম X-এ প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ হরিয়ানার যমুনানগরে কাইথালের রামপাল কাশ্যপজির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। তিনি ১৪ বছর আগে মোদি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত জুতো না পরার শপথ নিয়েছিলেন। আমি তাঁর সঙ্গে কী করে দেখা না করি। আজ আমি তাঁকে জুতো পরানোর সুযোগ পেয়েছি। আমি এমন সব বন্ধুদের অনুভূতিকে সম্মান করি। তবে আমি তাদের অনুরোধ করছি, এই ধরনের অঙ্গীকার যেন তাঁরা না করেন। পরিবর্তে কিছু সামাজিক বা দেশের কাজে নিজেদের ব্রতী করার অঙ্গীকার নেন। ''</p> <p><strong>কে এই রামপাল কাশ্যপ ?</strong><br />হরিয়ানার কাইথাল জেলার বাসিন্দা রামপাল কাশ্যপ ১৪ বছর আগে ব্রত নিয়েছিলেন, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তিনি জুতো পরবেন না। তিনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করবেন। আজ তার অপেক্ষার অবসান হল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাথে দেখা করলেন ও তাঁকে জুতো পরিয়ে দিলেন।</p> <p><strong>হিসার থেকে অযোধ্যা যাওয়ার প্রথম ফ্লাইট শুরু</strong><br />এর আগে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদি হিসার বিমানবন্দর থেকে অযোধ্যার প্রথম বাণিজ্যিক উড়ানের উদ্বোধান করেন। সেখানে নতুন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এখন শ্রী কৃষ্ণের ভূমি হরিয়ানা সরাসরি শ্রী রামের শহর অযোধ্যার সঙ্গে যুক্ত হল।</p> <p><strong>পাল্টা কংগ্রেসকে আক্রমণ</strong><br />এদিন কংগ্রেসকেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কংগ্রেস সবসময় সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করেছে।</p> <p><strong>ওয়াকফ আইন নিয়ে কী বলেন</strong><br />এদিন ওয়াকফ আইন নিয়ে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ২০১৩ সালে ওয়াকফ আইন পরিবর্তন করে নির্বাচনের আগে তোষণের রাজনীতি করেছিল। তিনি বলেছেন, বাবা সাহেব ভীমরাও অম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। অন্যদিকে কংগ্রেস সংবিধানের চিন্তা চেতনাকে অপমান করেছে।&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/FH6O7sv
via IFTTT

Post a Comment

0 Comments