<p>Bengaluru News: বেঙ্গালুরু থেকে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নাগপুরে এসেছিলেন এক যুবক। উঠেছিলেন এক হোটেলে। সঙ্গে ছিলেন তাঁর মা। ওই হোটেল থেকেই উদ্ধার হয়েছে যুবকের দেহ। প্রসঙ্গত উল্লেখ্য, এই যুবকের স্ত্রী'র মৃত্যু হয়েছে মাত্র ২ দিন আগে। সূত্রের খবর, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। এর পাশাপাশি এও অভিযোগ যে, আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরু থেকে নাগপুরে আসা যুবকটি। এমনকি তাঁর মা-ও আত্মহত্যার চেষ্টা করেছেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। শোনা যাচ্ছে, তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। </p> <p>যুবকের নাম সুরজ শিবান্না। বয়স ৩৬ বছর। হোটেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। ২ দিন আগে সুরজের স্ত্রী গানভির মৃত্যু হয়েছে বেঙ্গালুরুতে। আত্মহত্যা করেছেন ওই তরুণী, এমনটাই জানা গিয়েছে তাঁর মা-বাবার তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে। </p> <p>২৯ অক্টোবর বেঙ্গালুরুতে বিয়ে হয়েছিল সুরজ এবং গানভির। এরপর শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। তবে পরিকল্পনা অনুযায়ী হানিমুন ট্রিপ হয়নি। অল্পদিনের মধ্যে বেঙ্গালুরু ফিরে আসেন সুরজ এবং গানভি। তাঁদের সম্পর্কে দেখা দিয়েছিল সমস্যা। গানভির পরিবারের দাবি, ২৬ বছরের মেয়েকে বাড়িতে ফিরিয়ে এনেছিলেন তাঁরা, কারণ গানভি বলেছিলেন বিয়ের পর থেকেই তিনি, তাঁর শ্বশুর-শাশুড়ির তরফে, বিয়ের পর থেকেই প্রত্যাখান এবং অপমান পাচ্ছিলেন। </p> <p>নিজের বাড়িতে ফেরার পর গত মঙ্গলবার আত্মহত্যার চেষ্টা করেন গানভি। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে 'ব্রেন ডেড' বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয় গানভিকে। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। মেয়ের মৃত্যুর পর বেঙ্গালুরুতে অভিযোগ দায়ের করে। সেখানে অভিযোগ করা হয় শিবান্না এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। পণের জন্য গানভিকে তাঁরা হয়রান করছিলেন বলে অভিযোগ করা হয় তরুণীর পরিবারের তরফে। শিবান্নার বাড়ির সামনেও বিক্ষোভ দেখায় গানভির পরিবার। তাঁদের গ্রেফতারির দাবিও জানান গানভির পরিবারের সদস্যরা। </p> <p>নিজের শহরে এ হেন বিক্ষোভের সম্মুখীন হয়ে বেঙ্গালুরু ছেড়ে মা জয়ন্তীকে নিয়ে নাগপুরে আসেন সুরজ। এরপরই হোটেল থেকে সুরজের দেহ উদ্ধার করে পুলিশ। সুরজের ভাই সঞ্জয় নাগপুর পুলিশকে খবর দেন যে ওয়ার্ধা রোডের হোটেলে তাঁর ভাই এবং মা আত্মহত্যার চেষ্টা করেছেন। ময়নাতদন্তে পাঠানো হয়েছে সুরজের দেহ। অন্যদিকে নাগপুরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সুরজের মা। </p>
from india https://ift.tt/1XTHNSo
via IFTTT
0 Comments