<p><strong>কলকাতা:</strong> বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, ফের বিস্ফোরক সৌগত রায়। 'মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষও তাঁর উপর ভরসা করেন', SIR-আবহে সৌগতর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শুভেন্দু অধিকারীর আক্রমণেরও জবাব তৃণমূল সাংসদের। চার মাস পর বিধায়ক থাকবেন না শুভেন্দু অধিকারী, মন্তব্য সৌগতর। গিরিরাজ সিংহকেও আক্রমণ বর্ষীয়ান তৃণমূল সাংসদের। থার্ড ক্লাস মানুষ, ওঁর জন্যই আমরা ১০০ দিনের প্রকল্পের টাকা পাইনি, মন্তব্য তৃণমূল সাংসদের। </p> <p>[yt]https://youtu.be/FPukHoDbcV0?si=Bzj0iJcJO00ubw3s[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন,বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ?" href="https://ift.tt/W6zxqTk" target="_self">স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন,বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ?</a></p> <p><strong>প্রশ্ন :</strong> শুভেন্দু অধিকারী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর ৪ মাসের জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন। </p> <p><strong>সৌগত রায়:</strong> <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/O61oiGu" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a> চার মাসের জন্য বিধায়ক রয়েছেন। </p> <p><strong>এই ইস্যুতে সজল ঘোষের প্রতিক্রিয়া</strong></p> <p>অপরদিকে, এই ইস্যুতে সজল ঘোষের প্রতিক্রিয়া, এটা তো করতেনই। করতেন না ? জামাতরা তো দুইপারেই এক। তারা দীপু দাসকে খুন করেছে। আর যারা হরগোবিন্দ দাসকে খুন করেছে, তাঁদের মধ্যে তফাৎ কী ? জামাতদের মদতদাতা উনি। এখানে দাঁড়িয়ে বাংলাদেশে গন্ডোগোল লাগলে পরে, উনি বলেন তোমরা যে যা পারো, আমার রাজ্যে চলে আসো। তো বাংলাদেশিরা ওনার কথা শুনবে না ? পাকিস্তানও ওনার কথা শোনে। বাংলাদেশ তো অেক দূরের কথা, পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানে ব্যুরোক্র্যাটস, পাকিস্তানের সাংবাদিক সম্মেলনে, আলোচনা হয়, যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা আছে ? আমাদের ভালোবাসার জন, আমার স্বজন কারা আছে ? তখন তাঁরা অরুন্ধুতি রায়, <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/OLPNzkc" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের কথা বলে। ' </p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/Vu2hyGd
via IFTTT
0 Comments