<p><span style="font-weight: 400;"><strong>পুণে:</strong> জেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি। পুলিশি নিরাপত্তায় মনোনয়নপত্র জমা দিতে এল কুখ্যাত গ্যাংস্টার। মুখ কালো কাপড়ে ঢাকা ছিল যদিও। হাতও বাধা ছিল দড়ি দিয়ে। তা সত্ত্বেও নিজের উপস্থিতির জানান দিয়ে গেল গ্যাংস্টার। হাত তুলে ভিকট্রি সাইন দেখিয়ে গেল সকলকে। (Bandu Andekar Files Nomination)</span></p> <p><span style="font-weight: 400;">মহারাষ্ট্রে এই মুহূর্তে পৌর নির্বাচনের প্রস্তুতি চলছে। পুণে থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে কুখ্যাত গ্যাংস্টার বন্ডু আন্দেকর। নিজেরই নাতি আয়ুষ কোমকরকে খুনের অভিযোগে জেলবন্দি বন্ডু। বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য শনিবার ইয়েরওয়াড়া জেল থেকে বের করে সরকারি দফতরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে মনোনয়নপত্র জমা দেয় বন্ডু। (Maharashtra Civic Polls)</span></p> <p><span style="font-weight: 400;">নির্দল প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে নামছে বন্ডু। মনোনয়নপত্র জনা দেওয়ার জন্য শুক্রবার আদালতের অনুমতি মেলে। বন্ডুর বৌদি লক্ষ্মী আন্দেকর এবং বৌমা সোনালী আন্দেকর এবং আরও ১৫ জন ওই মামলায় অভিযুক্ত। আদালতের অনুমতি সাপেক্ষে বন্ডুর বৌদি এবং বৌমাও মনোনয়নপত্র জমা দিয়েছে। গত ৫ সেপ্টেম্বর নানা পেঠে গুলি করে হত্যা করা হয় আয়ুষকে। আয়ুশ আবার গণেশ কোমকরের ছেলে, যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির কর্পোরেটর হিসেবে পরিচিত। বন্ডুর ছেলে বনরাজ অন্দেকরকে হত্যায় অভিযুক্ত গণেশ। বন্ডুর মেয়ে সঞ্জীবনীর বিয়ে হয়েছে কোমকর পরিবারে। গণেশ বনরাজের মেজো মেয়ে কল্যাণীর স্বামীও।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Murder-Accused Bandu Andekar Files PMC Poll Nomination In Pune <a href="https://t.co/1T6YJTKa6K">pic.twitter.com/1T6YJTKa6K</a></p> — Pune First (@Pune_First) <a href="https://twitter.com/Pune_First/status/2004905057859571893?ref_src=twsrc%5Etfw">December 27, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">তবে জেল থেকে বন্ডুর মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশি নিরাপত্তায় তার মনোনয়নপত্র জমা দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, কালো কাপড়ে মুখ ঢাকা রয়েছে বন্ডুর। হাত বাঁধা রয়েছে দড়ি দিয়ে। দড়ি ধরে সামনে হাঁটছে পুলিশ, পিছনে বন্ডু। সেই অবস্থাতেই হাত তুলে ‘ভিকট্রি’ সাইন দেখায় সে। নিজের সমর্থনে স্লোগানও দিতে শোনা যায় বন্ডুকে। তাকে বলতে শোনা যায়, 'নেকি কা কাম, আন্দেকর কা নাম' (আন্দেকর নামে অর্থই ভাল কাজ), 'আন্দেকরননা মত, বিকশলা মত' (আন্দেকরকে ভোট দেওয়ার অর্থ উন্নয়নেক জন্য ভোট দেওয়া)।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Pune, Maharashtra: Notorious gangster Bandu Andekar was brought under police protection and, while leaving, he chanted slogans such as 'Neki ka kaam Andekar ka naam, Andekaron ko vote matlab vikas ko vote' as he proceeded to file his nomination papers <a href="https://t.co/4Dymfc2it2">pic.twitter.com/4Dymfc2it2</a></p> — IANS (@ians_india) <a href="https://twitter.com/ians_india/status/2004893740633293255?ref_src=twsrc%5Etfw">December 27, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বন্ডুর আইনজীবা মিঠুন চহ্বাণ জানান, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে বন্ডু ও তার পরিবারের সদস্যরা। ভবানী পেঠ ওয়ার্ডের অফিসে মনোনয়নপত্র জমা দেয় সকলে। পুণে-সহ মহারাষ্ট্রের অন্য পৌরসভাগুলিতে আগামী ১৫ জানুয়ারি নির্বাচন। সেখানকার নির্বাচনী আধিকারিক প্রসাদ কাটকর জানিয়েছেন, মনোনয়নপত্র অসম্পূর্ণ ছিল। তাই বন্ডুর মনোনয়ন গৃহীত হয়নি। আবারও তাকে আসতে হবে, নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে।</span></p>
from india https://ift.tt/cRXV9rw
via IFTTT
0 Comments