India-Pakistan Conflict: ‘সিন্ধু দিয়ে হয় আমাদের জল বইবে, নয়ত ওদের…’, ভারতকে চ্যালেঞ্জ বিলাবলের, মাসুদ আজহার আফগানিস্তানে বলেও দাবি

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> কড়া নিরাপত্তার ঘেরাটোপে পাকিস্তানে ঘুরতে দেখা গিয়েছে। Operation Sindoor-এ নিহত পরিবারকে নিয়ে বিবৃতিও দিয়েছে। কিন্তু জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নেতা মাসুদ আজহার তাঁদের দেশে নেই, আফগানিস্তানে থাকতে পারে বলে দাবি করলেন বিলাবল ভুট্টো।&nbsp; তাঁর দাবি, পাকিস্তান মাসুদকে গ্রেফতার করতে পারলে খুশিই হবে। ভারত যদি জানে, তাহলে মাসুদের ঠিকানা দিক বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন বিলাবল। (India-Pakistan Conflict)</span></p> <p><span style="font-weight: 400;">আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল। লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সইদ এবং মাসুদ, দু&rsquo;জনকেই আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। পাকিস্তানের মাটিতে তাঁরা বিনা বাধায়, স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে কী করে, জানতে চাওয়া হয়। জবাবে বিলাবল বলেন, &ldquo;এটা সঠিক তথ্য় নয়। হাফিজ সইদ মুক্ত ঘুরে বেড়াচ্ছে না। পাকিস্তানের হেফাজতে রয়েছে। মাসুদকে গ্রেফতার বা শনাক্ত করতে পারিনি সত্য। আফগানিস্তানের জিহাদ পর্ব স্মরণ করে বলতে পারি, ও আফগানিস্তানে রয়েছে বলেই বিশ্বাস আমাদের।&rdquo; (Bilawal Bhutto)</span></p> <p><span style="font-weight: 400;">মাসুদ পাকিস্তানে থাকলে, ভারতই ঠিকানা দিক বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন বিলাবল। তাঁর কথায়, &ldquo;পাকিস্তানের মাটিতে ও (মাসুদ) কোথায় আছে, ভারত সরকার যদি আমাদের জানায়, যখনই জানাবে আমার ওকে গ্রেফতার করতে পারলে খুশিই হবে।&rdquo; কিন্তু ভারতকে তথ্য় দিতে হবে কেন? বিলাবলের যুক্তি, &ldquo;সন্ত্রাসদমনে কোনও দেশের সঙ্গে যখন সহযোগিতামূলক সম্পর্ক থাকে, সেক্ষেত্রে পরস্পরের সঙ্গে তথ্য, উদ্বেগ ভাগ করে নিই আমরা। আর তাতেই লন্ডন, নিউ ইয়র্ক এবং পাকিস্তানেও হামলা এড়ানো যায়।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">মাসুদকে নিয়ে বিলাবল আরও বলেন, &ldquo;মাসুদ আজহার যদি আফগানিস্তানে থাকে, সেখানে এখন এমনটা সংগঠন সরকার চালাচ্ছে, যাদের একসময় সন্ত্রাসবাদী বলে গণ্য করত পশ্চিমি দুনিয়া। এখন তারা আফগানিস্তান শাসন করছে। পাকিস্তানের পক্ষে NATO-র ভূমিকা পালন কার সম্ভব নয়। ওই ব্যক্তির দ্বারা পাকিস্তানের কোনও লাভের সম্ভাবনা নেই।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত নেয়, তার রেশ এখনও অনুভূত হচ্ছে। ভারতের তরফে সিন্ধু জলচুক্তি বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়, তারও তীব্র সমালোচনা করেছেন বিলাবল। তাঁর কথায়, &ldquo;সিন্ধু আমাদের, আমাদেরই থাকবে। হয় আমাদের জল বইবে সিন্ধু দিয়ে, নয় ওদের রক্ত।&rdquo; যদিও বিলাবলের এই চ্যালেঞ্জকে গুরুত্ব দিত চাননি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি। তাঁর বক্তব্য, &ldquo;ওঁকে বলুন জলে ঝাঁপ দিতে। কিন্তু কী করে দেবেন, জলই তো থাকবে না?&rdquo;</span></p>

from india https://ift.tt/ubQ3vah
via IFTTT

Post a Comment

0 Comments