India Pakistan Tension: ভারতের প্রত্যাঘাতের পরই, জরুরি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী !

<p><strong>নয়াদিল্লি:</strong> রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখায় পাক হামলা, জবাব ভারতের। পাঠানকোট সীমান্তে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ভারত । পরপর তিন দিন টানা পাকিস্তানের হামলা ব্যর্থ হল। শুক্রবার ফের বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা-সহ ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে ইসলামাবাদ। যদিও ভারতের তৎপরতায় তা পুরোপুরি ব্যর্থ হয়।&nbsp; ভারতের প্রত্যাঘাতের পরই, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর,খবর অসমর্থিত সূত্রে।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/jJgTDfTjU5Q?si=sB-xVbJQ1AYbb33l[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ফের একবার গোলা-গুলিতে কেঁপে উঠল নিয়ন্ত্রণরেখা ! 'উত্তেজনা কমুক', বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের" href="https://ift.tt/ipdQcFt" target="_self">ফের একবার গোলা-গুলিতে কেঁপে উঠল নিয়ন্ত্রণরেখা ! 'উত্তেজনা কমুক', বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/J6dmLYA
via IFTTT

Post a Comment

0 Comments