Kashmir Attack: রাজস্থানের জয়সলমেরে পাক গুপ্তচর গ্রেফতার, '২০১৩-য় পাকিস্তানে ট্রেনিং, ভারতে ফিরেই গুপ্তচরবৃত্তি..' !

<p><strong>নয়াদিল্লি:</strong> রাজস্থানের জয়সলমেরে পাক গুপ্তচর গ্রেফতার। জয়সলমেরে পাঠান খান নামে ISI এজেন্ট পাকড়াও । সূত্র মারফত খবর, '২০১৩-য় পাকিস্তান গিয়ে ISI-র সঙ্গে যোগাযোগ। পাকিস্তানে ট্রেনিং নিয়ে ভারতে ফিরেই শুরু গুপ্তচরবৃত্তি', জয়সলমেরের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ। প্রায় ১ মাস ধরে দফায় দফায় জেরার পরে পাক গুপ্তচর গ্রেফতার।</p> <p>[yt]https://youtu.be/YAHJLaEdAYc?si=-gktVjRQC4s8F1mU[/yt]</p> <p>আরও পড়ুন,&nbsp;<a title="'শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল..'' উদাহরণ টেনে বিস্ফোরক দাবি সুকান্তর, 'মুর্শিদাবাদ ও কাশ্মীর কোথাও যেনও একাকার' !" href="https://ift.tt/JKnpYVF" target="_self">''শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল..'' উদাহরণ টেনে বিস্ফোরক দাবি সুকান্তর, 'মুর্শিদাবাদ ও কাশ্মীর কোথাও যেনও একাকার' !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/u1borsI
via IFTTT

Post a Comment

0 Comments

Tamil Nadu News: বিকট শব্দে ফাটল বাসের টায়ার, ডিভাইডার টপকে দুটি গাড়িকে সজোরে ধাক্কা, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৯ !