<p><strong>শিলং :</strong> বিয়ের জন্য চাপ দেওয়া হলে "ফল ভুগতে" হবে। আগেই পরিবারকে সতর্ক করে দিয়েছিল সোনম রঘুবংশী। রাজা কুশওয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও, রাজা রঘুবংশীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় প্রথম থেকেই মনে একরাশ ক্ষোভ ছিল সোনমের। এমনই খবর পুলিশ সূত্রের। নিজের বিবৃতিতে রাজার দাদা বিপিন বলেছেন, সোনম ওর মা-কে রাজের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিল। ওদের পারিবারিক ব্যবসায় কাজ করত রাজ। কিন্তু, সোনমের মা এই সম্পর্কে আপত্তি জানান। তিনি নাকি তাঁদের সমাজেই বিয়ে করার কথা বলেন বলে দাবি।</p> <p>এই সূত্র বলেছে, "বিপিন অভিযোগ করেছেন যে, সোনম আপোস করে রাজাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু, ফল ভুগতে হবে বলে সতর্কও করে দিয়েছিল। ও বলেছিল, 'ওর(রাজা রঘুবংশী) সঙ্গে কী করি তুমি দেখে নিও। তোমাদের সবাইকে ফল ভুগতে হবে।' কেউ ভাবতে পারেনি যে ও (সোনম) রাজাকে মেরে ফেলবে।" </p> <p> </p> <p> </p>
from india https://ift.tt/vfHIEwx
via IFTTT
0 Comments