Vijay Rupani: আমদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন

<p><strong>আমদাবাদ:</strong> গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে রাজ্য়ের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। জানা যাচ্ছে, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন VVIP সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। (Vijay Rupani)</p> <p>বিজয়ের বাড়ির বাইরে অনুগামীদের ভিড় দেখা যাচ্ছে। তাঁর স্ত্রী অঞ্জলিও লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে। স্ত্রীকে আনতেও যাচ্ছিলেন বিজয়। (Air India Plane Crash)</p> <p>বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই সওয়ার ছিলেন বিজয় রূপাণী। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।&nbsp;</p> <p>জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই পাইলট May Day বার্তা পাঠান। বিপদ বুঝলে ওই বার্তা পাঠান পাইলটরা। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানিনগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে।&nbsp; বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন <a title="অমিত শাহ" href="https://ift.tt/ij5nWQO" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>।</p> <p>Air India-র AI171 বিমানটি এদিন লন্ডন যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। সেটি দুই ইঞ্জিন বিশিষ্ট বোয়িং ৭৮৭-৮ বিমান। বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথন কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল।&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/D9OehZC
via IFTTT

Post a Comment

0 Comments