<p class="story_para_0">Viral Video: বেঁচে থাকাকালীন প্রেমিকাকে কথা দিয়েছিলেন বিয়ে করলে তাঁকেই করবেন। প্রেমিকার অকাল প্রয়াণের পরেও নিজের দেওয়া কথা রেখেছেন প্রেমিক। বিয়ে করেছেন প্রেমিকার নিথর দেহকেই। তাও আবার সব নিয়ম-কানুন, রীতি-নীতি মেনেই। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের এই ঘটনা শুনে হতবাক সকলেই। এই যুগেও যে ভালবাসার এমন নিদর্শন পাওয়া সম্ভব, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তবে বাস্তবে এমনটাই হয়েছে। </p> <p id="0" class="story_para_0">জানা গিয়েছে, এই যুবক যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে তাঁর। প্রেমিকাকে তিনি কথা দিয়েছিলেন বিয়ে করবেন। সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই ওই তরুণী আত্মহত্যা করেন বলে খবর সূত্রের। কী কারণে তিনি এ হেন সিদ্ধান্ত নিয়েছেন তাও অস্পষ্ট। বাগদত্তার এমন মর্মান্তিক পরিণতিতে স্বভাবতই ভেঙে পড়েন ওই যুবক। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তরুণীর বাড়ি গিয়ে ওই যুবক সাফ জানিয়ে দেন যে বেঁচে থাকাকালীন তরুণীকে কথা দিয়েছিলেন যে তাঁকেই বিয়ে করবেন, আর এখনও তিনি সেটাই করতে চান। </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">महराजगंज में एक युवक ने अपनी मंगेतर की आत्महत्या के बाद उसके शव से विवाह किया. प्रेमी ने वादा निभाते हुए अंतिम विदाई से पहले शव की मांग में सिंदूर भरा प्रेमिका की अर्थी एक सुहागन की तरह उठी और प्रेमी ने पति के रूप में मुखाग्नि देकर अंतिम विदाई दी.<a href="https://twitter.com/hashtag/Maharajganj?src=hash&ref_src=twsrc%5Etfw">#Maharajganj</a> <a href="https://twitter.com/hashtag/ViralVideo?src=hash&ref_src=twsrc%5Etfw">#ViralVideo</a> <a href="https://t.co/qMG5tCT7zc">pic.twitter.com/qMG5tCT7zc</a></p> — Gaurav Mishra (@GauravM04838009) <a href="https://twitter.com/GauravM04838009/status/1934537416045363489?ref_src=twsrc%5Etfw">June 16, 2025</a></blockquote> <p class="story_para_0">সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি, ভিডিও থেকে দেখা গিয়েছে শেষকৃত্যের আগে মাটিতে রাখা হয়েছে তরুণীর দেহ। সেখানেই হাজির হয়েছেন ওই যুবক। ডাকা হয়েছে পুরোহিতকেও। মন্ত্র পড়ছেন তিনি। পাশ থেকে কাঁপা হাতে তরুণীকে সিঁদুর পরিয়ে দেন ওই যুবক। কথা দিয়েছেন স্ত্রী'র মর্যাদা দেবেন, সেই কথাই রাখলেন তিনি। পুরোহিতের কথা শুনে অন্যান্য আচার-নিয়মও পালন করতে দেখা গিয়েছে ওই যুবককে। স্থানীয় সূত্রে খবর, অনেকদিনের সম্পর্ক ছিল এই দু'জনের।</p> <p class="story_para_0">পুলিশ জানিয়েছে, তরুণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে তারা। এখনও কারণ স্পষ্ট নয়। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের নীলচাউল এলাকায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে জলে চোখ ভিজেছে নেটিজেনদেরও। ভিডিওতেও দেখা গিয়েছে আশপাশের সকলেই শোকস্তব্ধ। কেউ কাঁদছেন। তরুণীকে চিরতরে হারিয়ে বিলাপ করছেন তাঁর পরিবারের লোকজন। আর সবকিছুর মধ্যে একদম শান্তভাবে প্রেমিকাকে দেওয়া কথা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই যুবক। </p>
from india https://ift.tt/JTpoKRX
via IFTTT
0 Comments