Viral Video: রিলস বানাতে গিয়ে সাপকে চুমু ! সটান জিভে ছোবল, দেখুন ভাইরাল ভিডিও

<p>Viral Video: রিলস বানানোর জন্য তরুণ প্রজন্মের অনেকেই যে আজব সব কাণ্ডকারখানা করে থাকেন, তার নিদর্শন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার ৫০ বছরের এক প্রৌঢ় যা করেছেন তা দেখে হতবাক সকলে। নেটিজেনদের অনেকেই বলছেন, সুস্থ মস্তিষ্কের কোনও মানুষ এমন কাজ করতে পারেন না। রিলস বানানোর সময় সাপকে চুমু খেতে গিয়েছিলেন ওই প্রৌঢ়। তিনি দক্ষ নন। স্বভাবতই অঘটন ঘটেছে। সটান ওই ব্যক্তির জিভে ছোবল মেরেছে সাপটি। সূত্রের খবর, এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই প্রৌঢ়। যমে-মানুষে চলছে টানাটানি। আর এই মরণবাঁচন পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ওই ব্যক্তিকেই দায়ী করেছেন নেটিজেনদের একাংশ। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। ওই প্রৌঢ়ের কাণ্ডকারখানা দেখে যারপরনাই বিরক্ত সোশ্যাল মিডিয়া ইউজারদের একটা বড় অংশ। কিছু ভিউ আর লাইকের জন্য যে মানুষ এভাবে নিজের জীবন বাজি রাখতে পারে, নিজেকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস হতো না, এমনটাই বলছেন নেটজেনদের একাংশ।&nbsp;</p> <p>জানা গিয়েছে, এই ব্যক্তি আমরোহা জেলার হাইবাতপুরা গ্রামের বাসিন্দা। তাঁর নাম জিতেন্দ্র কুমার। তিনি একজন প্রান্তিক কৃষক। ওই সাপটিকে তিনিই উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। আর তা দিয়েই একটি নাটকীয় ভিডিও বানাবেন বলে মনস্থির করেন জিতেন্দ্র। যেমন ভাবা, তেমন কাজ। কোনওদিক বিবেচনা না করে, কিচ্ছু না ভেবে সটান সাপটিকে চুমু খেতে যান বছর পঞ্চাশের ওই ব্যক্তি। অনলাইনে দর্শকদের মনজয় করার জন্য এই ভিডিও বানান জিতেন্দ্র। আশপাশে তখন ছিলেন বেশ কয়েকজন লোক। তাঁরা সকলে ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। কেউ একবারও জিতেন্দ্রকে এমন বিপজ্জনক কাজ করতে একবারও বারণ করেননি। স্থানীয়দের একাংশের কথায় এই ভিডিও বানানোর সময়, মানে সাপটিকে চুমু খেতে যাওয়ার সময় হুঁশে ছিলেন না জিতেন্দ্র। সম্ভবত তিনি মদ্যপান করেছিলেন, এমনটাই দাবি স্থানীয়দের একাংশের।&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">उत्तर प्रदेश के अमरोहा जिले के इस व्यक्ति ने सांप को पकड़ा,<br /><br />फिर सांप के साथ खेलने लगा,<br /><br />सांप से खुद की जीभ पर किस कराने जैसे करतब दिखाना शुरू किया,<br />अचानक सांप ने उसे जीभ पर ही काट लिया.<br />हालत गंभीर,<br />व्यक्ति अस्पताल में भर्ती है. <a href="https://t.co/8roTgeI0ni">pic.twitter.com/8roTgeI0ni</a></p> &mdash; Priyanshu Mishra 🎭 (@Apka_Priyanshu) <a href="https://twitter.com/Apka_Priyanshu/status/1934131454411411642?ref_src=twsrc%5Etfw">June 15, 2025</a></blockquote> <p>ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সাপটিকে গলায় জড়িয়ে নিয়েছেন জিতেন্দ্র। তারপর ধীরে ধীরে সাপের মাথা টেনে এনেছেন নিজের মুখের কাছে। তারপর যেই না তিনি নিজের জিভ বাড়িয়েছেন সাপটির দিকে, সটান জিভের উপর ছোবল বসিয়েছে সাপটি। আশপাশের সকলেই এ হেন দৃশ্য থেকে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত অবস্থার অবনতি হতে শুরু করে জিতেন্দ্রর। তড়ঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রাই। প্রথমে কাছাকাছির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মোরাদাবাদের একটি বেসরকারি জায়গায় স্থানান্তর করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, আইসিইউতে রয়েছেন জিতেন্দ্র এবং তাঁর অবস্থা সংকটজনক।&nbsp;</p>

from india https://ift.tt/pe0iq3r
via IFTTT

Post a Comment

0 Comments