Air India Plane: রানওয়ে থেকে ছিটকে গেল বিমান ! আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ায়

<p>Air India Plane: আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। মুম্বই বিমানবন্দরে নামার পর রানওয়ে থেকে বিমান ছিটকে গিয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন, এমনটাই শোনা গিয়েছে। তিনটি টায়ার ফেটে যাওয়ার খবরও মিলেছে। মুম্বই বিমানবন্দরে নামার পরই রানওয়ে থেকে ছিটকে গিয়েছে এই বিমান। জানা গিয়েছে, কোচি থেকে মুম্বই আসছিল ওই বিমানটি। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে নামার সময় এয়ার ইন্ডিয়ার ওই বিমানের সঙ্গে এই কাণ্ড ঘটেছে। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।&nbsp;</p> <p>জানা যাচ্ছে, বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দরের রানওয়ে ভিজে ছিল। তার জেরেই ছিটকে গিয়েছে বিমানটি। বিমানের পিছনের দিকে ঘাস আটকে গিয়েছে বলে শোনা যাচ্ছে। একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ক্ষতি হয়েছে ওই রানওয়েরও। তবে এ যাত্রায় যাত্রীদের সঙ্গে কোনও অঘটনা ঘটেনি। সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত বিমানের ডানদিকের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার AI 2744 A320 (VT-TYA) - এই বিমানে ঘটেছে দুর্ঘটনাটি। জানা যাচ্ছে, রানওয়ে ছোঁয়ার পর এয়ার ইন্ডিয়ার ওই বিমানের তিনটি টায়ার সম্ভবত ফেটে গিয়েছে।&nbsp;</p> <p>এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, কোচি থেকে মুম্বইগামী ফ্লাইট এআই২৭৪৪ অবতরণের সময় প্রবল বৃষ্টির সম্মুখীন হয়েছিল। তার ফলে কিছুক্ষণ বিমানটি রানওয়েতে ঘোরাঘুরি করে। তবে গেট পর্যন্ত নিরাপদেই পৌঁছেছিল বিমানটি। যাত্রী এবং ক্রু-মেম্বারদের নিরাপদেই বিমান থেকে বের করা আনা হয়েছে। আপাতত ওই বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র এও জানিয়েছেন যে, যাত্রী এবং ক্রু-মেম্বারদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।&nbsp;</p> <p>গত ১২ জুন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার ১৭১, এই ড্রিমলাইনার ভেঙে পড়েছিল আমদাবাদে। বিমানের ভিতরে ছিলেন মোট ১৪২ জন। তাদের মধ্যে ১৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন। এই ১৪২ জনের মধ্যে মাত্র ১ জন বেঁচে ফিরেছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। আমদাবাদের সিভিল হাসপাতালের উপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। হাসপাতালের হস্টেলের একটা অংশে ঘটে এই দুর্ঘটনা। বীভৎস এই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, ভেঙে পড়েছে। আজ ফের অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান।&nbsp;</p>

from india https://ift.tt/9UmRIjx
via IFTTT

Post a Comment

0 Comments