<p><strong>নয়াদিল্লি:</strong> বাংলাদেশে কিছুতেই হিন্দুদের উপর হামলা থামছে না। কখনও ওপারে রবীন্দ্রনাথের বাড়িতে ঢুকে আক্রমণ। তো কখনও আবার হিন্দু নাপিতকে মিথ্যে অভিযোগে নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে। আর এবার ফের বাংলাদেশে আক্রান্ত হল হিন্দু। চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন কুশল বরণ চক্রবর্তী বলে খবর।</p> <p>[yt]https://youtu.be/urV_EcOshWc?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র" href="https://ift.tt/CWkjMOT" target="_self">পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র</a></p> <p> মূলত এখনও বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। সম্প্রতি চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশের সনাতনী ঐক্যমঞ্চের সদস্য কুশল বরণ চক্রবর্তী। আর এবার তার উপরেও চলল হামলা। সূত্রের খবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে কুশল বরণ চক্রবর্তীকে ঘিরে রেখেছে মৌলবাদীরা ! </p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/nw9u0CR" width="873" height="491" /></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/MzyVcR7
via IFTTT
0 Comments