<p><strong>কলকাতা:</strong> কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায় আজ থেকে টানা সোমবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে IMD. প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও ৫ জেলায়। </p> <p>[yt]https://youtu.be/sWcU288RsDI?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..', কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা" href="https://ift.tt/dCP9x0S" target="_self"> 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..', কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা</a></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Special Bulletin: 1: Enhanced rainfall activity over the districts of West Bengal <a href="https://t.co/u1595sC3b1">pic.twitter.com/u1595sC3b1</a></p> — IMD Kolkata (@ImdKolkata) <a href="https://twitter.com/ImdKolkata/status/1941073722762575993?ref_src=twsrc%5Etfw">July 4, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p><strong>কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?</strong></p> <p>IMD সূত্রে খবর, মৌসুমি বায়ু এই মুহূর্তে বিকানের, জয়পুর থেকে শুরু করে আসানসোল, কলকাতা হয়ে বঙ্গোপসাগরের দিকে বিরাজ করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শুক্রবার ৪ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি শনিবার, রবিবার, সোমবারও হলুদ ও কমলা সতর্কতা জারি থাকছে। একদিন টানা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় হবে।' </p> <p><strong>কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ?</strong></p> <p>অপরদিকে, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা থাকছে। উপরের দিকে ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।</p> <p><strong> সাধারণ মানুষের জন্য কীকী সতর্কতা জারি করল IMD ?</strong></p> <p>বজ্রপাতের আশঙ্কা রয়েছে। খোলা মাঠ এড়িয়ে চলুন। বজ্রপাত হওয়ার সম্ভাবনা তৈরি হলে, নিরাপদ কোনও আশ্রয় চলে যান তবে বিদ্যুৎ এর খুঁটি এবং গাছকে এড়িয়ে চলুন। ভারী বৃষ্টি নিচু এলাকাগুলিতে জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাফিক বিপর্যস্ত হয়ে পড়তে পারে। </p>
from india https://ift.tt/CWkjMOT
via IFTTT
0 Comments