<p><strong>বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি:</strong> ভূতুড়ে ভোটার বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত কমিশনের। ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু '৩ মাসের মধ্যে সমাধান' ! আশ্বাস জাতীয় নির্বাচন কমিশনের।</p> <p>[yt]https://www.youtube.com/live/DqvySniPVUo[/yt]</p> <p><strong>'ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার..'</strong></p> <p>সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/uA8QYVs" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর। এদিকে ,সোমবার থেকে পার্লামেন্টে সেশন রয়েছে। সেখানে বিভিন্ন দলের তরফ থেকে ইতিমধ্যেই সংসদে , তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় যেতে চাইছেন। অন্যান্য দলের তরফ থেকে নোটিশ দেওয়া হচ্ছে, তার আগে বিবৃতি গ্রহণ করেছে জাতীয় কমিশন। এবং তাঁরা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এটা নিশ্চিত করবে যে, একটা এপিক কার্ডে একটাই মৌলিক নাম্বার থাকবে।'</p> <p>আরও পড়ুন, <a title="'বামেদের জাগানোর চেষ্টা চলছে..' ! যাদবপুরকাণ্ডের পর সুকান্তর নিশানায় ব্রাত্য-মমতা" href="https://ift.tt/ExrMJD9" target="_self">'বামেদের জাগানোর চেষ্টা চলছে..' ! যাদবপুরকাণ্ডের পর সুকান্তর নিশানায় ব্রাত্য-মমতা</a></p>
from india https://ift.tt/ixWU0qe
via IFTTT
0 Comments