Fake Job Card List : ভুয়ো জব কার্ড বাতিলে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে শীর্ষে যোগী রাজ্য ! কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে কোথায় দাঁড়িয়ে কে ?

<p><strong>নয়াদিল্লি:</strong> দেশের কোন রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে, কত ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে, তার পরিসংখ্যান দিল এবার কেন্দ্রীয় সরকার। গত তিন বছরের সেই পরিসংখ্যানের হিসেবে, ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় সবার উপরে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ! বাংলাকে পিছনে ফেলে তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে ওড়িশাও। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেই তুলনায় ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় পিছনের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ।</p> <p>[yt]https://youtu.be/NVwbaaR9zkw?si=LC7kPWjfjP7azh2M[/yt]</p> <p>আরও পড়ুন,&nbsp;<a title="বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এইভাবে দেশ চালাতে গেলে দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে', অসমের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ মমতার" href="https://ift.tt/cla9s2g" target="_self">'বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এইভাবে দেশ চালাতে গেলে দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে', অসমের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ মমতার</a></p> <p>কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন অর্থবর্ষে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা যথাক্রমে, ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬২, ২ লক্ষ ৮৯ হাজার ৬২৬ এবং ৫৮ হাজার ৮২৬ টি। এর মধ্যে ২২-২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪ টি। এবং ২৩-২৪ অর্থবর্ষে তা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭ টিতে। ২৪-২৫ অর্থবর্ষে যোগী রাজ্যে সেই সংখ্যাটা ৩ হাজার ৪২১। সেদিক থেকে গত তিন অর্থ বর্ষেও কোনবারই পশ্চিমবঙ্গে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যাটা ৬ অঙ্ক বা লাখ ছাড়ায়নি। ২২-২৩ অর্থবর্ষে বাংলায় সেই সংখ্যাটা ৫ হাজার ২৬৩ এবং পরের দুই অর্থ বর্ষে ৭১৯ এবং ২.</p>

from india https://ift.tt/VUOrIJm
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা