<p><strong>কলকাতা:</strong> ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে কি না জানতে তমলুকে কেন্দ্রীয় প্রতিনিধি দল । তমলুকের উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল । আবাস যোজনা, বার্ধ্যক্য ভাতা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলছে? গ্রামবাসীদের কাছে জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দিল্লি ফিরে কেন্দ্রকে রিপোর্ট দেবে প্রতিনিধি দল।</p> <p>[yt]https://youtu.be/mfCCLflWjIU?si=2hhejMnewgDuKOTM[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আর্জি দুই পুলিশ কর্মীর, অভিজিৎ 'খুনে' এবার CBI-এর রিপোর্ট তলব" href="https://ift.tt/Vbo76J8" target="_self">নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আর্জি দুই পুলিশ কর্মীর, অভিজিৎ 'খুনে' এবার CBI-এর রিপোর্ট তলব</a></p> <p>প্রসঙ্গত, গত কয়েক বছরে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পাওয়ার হাজারও অভিযোগ উঠেছে। কখনও মিড মিল, কখনও আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। মাটির ঘরের মালিক আবেদন করেও কিছু পাননি, দালান বাড়ির মালিকের ফের নাম উঠেছে তালিকায়, এমন অভিযোগ প্রচুর সামনে এসেছে। বারবার নাম জড়িয়েছে শাসকদলের। এবার যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা আদৌ বাংলার মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা, তা খতিয়ে দেখতেই রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি টিম।</p> <p> </p>
from india https://ift.tt/WztUnJR
via IFTTT
0 Comments