India-US Relations:‘ছিঁড়ে কুটিকুটি করে ফেলবেন ট্রাম্প, ভেঙে গুঁড়িয়ে দেবেন অর্থনীতি’, ফের ভারতকে হুমকি আমেরিকার

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> শুল্ক নিয়ে এখনও পর্যন্ত সমঝোতা হয়নি। সেই আবেই ফের ভারতের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি। আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহামের গলায় এবার হুঁশিয়ারির সুর শোনা গেল। জানালেন, রাশিয়ার থেকে তেল কেনা&nbsp; চালিয়ে গেলে ভারতকে মারাত্মক ফল ভুগতে হবে। ভারতের অর্থনীতি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। (India US Relations)</span></p> <p><span style="font-weight: 400;">ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার উপর লাগাতার চাপ সৃষ্টি করে চলেছেন ট্রাম্প। আর তাতে ভারত, চিন, ব্রাজিলের মতো রাশিয়ার সহযোগী দেশগুলির উপরও নজর পড়েছে তাঁর। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে বলে সম্প্রতিই হুঁশিয়ারি আসে আমেরিকা থেকে। অন্যথায় ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকিও দেওয়া হয়। এবার সরাসরি অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এল। (Donald Trump)</span></p> <p><span style="font-weight: 400;">সেনেটর গ্রাহাম জানিয়েছেন, রাশিয়া যত পেট্রোপণ্য রফতানি করে, তার ৯০ শতাংশই কেনে ভারত, চিন এবং ব্রাজিল। সেই টাকাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। তাই ওই তিন দেশকে এর ফল ভুগতে হবে। তাঁর বক্তব্য, &ldquo;চড়া শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প, যারা রাশিয়ার থেকে তেল কিনছে, তাদের উপর- চিন, ভারত ও ব্রাজিল।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">সেনেটর গ্রাহামও ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, &ldquo;প্রেসিডেন্ট ট্রাম্প ১০০ শতাংশ ওই দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে চলেছেন। পুতিনকে সাহায্য় করার জন্য ওঁদের শাস্তি দেওয়া হবে। ট্রাম্পের সঙ্গে খেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছেন আপনারা। মস্ত বড় ভুল করেছেন। আপনাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য় করছি আমরা। পুতিনের বিরুদ্ধে লড়াই করতে পারবে ইউক্রেন।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">ইউক্রেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে নিয়ে গিয়ে পুতিন আসলে পুনরায় সোভিয়েত ইউনিয়ন গড়তে চাইছেন বলে দাবি সেনেটর গ্রাহামের। তাঁর বক্তব্য, &ldquo;নিজের নয় জেনেও দেশ দখল করতে চাইছেন পুতিন। নয়ের দশকের মাঝামাঝি সময় ইউক্রেন হাত তুলে নিয়েছিল। ১৭০০ পরমাণু অস্ত্র হাতছাড়া করেছিল ওরা। ভেবেছিল রাশিয়া তাদের সার্বভৌমত্বকে সম্মান জানাবে। কিন্তু পুতিন সেই প্রতিশ্রুতি ভেঙেছেন। না থামানো হলে উনি থামবেন না।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে ভারত, চিন এবং ব্রাজিলের মতো দেশ মদত জোগাচ্ছে বলে মত সেনেটর গ্রাহামের। তাঁর কথায়, &ldquo;চিন, ভারত ও ব্রাজিলকে বলব, রাশিয়ার থেকে কম দামে তেল কেনা যদি চালিয়ে যান, তাহলে আপনারা এই যুদ্ধে মদত জোগাবেন। আপনাদের কুটিকুটি করে ছিঁড়ে ফেলব আমরা। আপনাদের অর্থনীতিকে ভেঙে গুঁড়িয়ে দেব। কারণ আপনাদের ওই টাকায় রক্ত লেগে রয়েছে। পৃথিবীকে বিপদে ফেলে আপনারা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছেন। আপনাদের এই খেলায় ক্লান্ত ট্রাম্প।&rdquo; সেনেটর গ্রাহামের দাবি, রাশিয়া যদিও বা আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও মাথা তুলে দাঁড়িয়ে থাকে, আমেরিকার উপর নির্ভরশীল দেশগুলিকে কড়া মূল্য চোকাতে হবে। তাঁর বক্তব্য, &ldquo;চিন, ভারত এবং <a title="ব্রাজিল" href="https://ift.tt/B8RkHfu" data-type="interlinkingkeywords">ব্রাজিল</a>কে আমেরিকার অর্থনীতি ও পুতিনকে সাহায্য় করার মধ্যে একটি বেছে নিতে হবে। আমি আশাবাদী, ওঁরা আমেরিকার অর্থনীতিকেই বেছে নেবেন।&rdquo;</span></p>

from india https://ift.tt/S82dBVp
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা