Flight Services Disruption: ১৪০ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, টেকঅফের আগেই ব্রেক কষলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা

<p><strong>নয়াদিল্লি :</strong> ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিবেগ উঠে গিয়েছিল। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ব্রেক কষেন পাইলটরা। এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলকাতাগামী উড়াল বাতিল হল এদিন। অন্য একটি ঘটনায়, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। গোয়া থেকে ছাড়া ওই বিমানে ১৪০ জন যাত্রী ছিল। ইন্দোরের দেবী আহিল্যাবাই হোলকার বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সব যাত্রীই নিরাপদে আছেন।</p> <p>সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল AI2403 বিমানের। কিন্তু, যান্ত্রিক ত্রুটি দেখা যায় বিমানে। তাই "স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর" মেনে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলটরা। এক বিবৃতিতে এয়ারলাইনের তরফে বলা হয়েছে, "<a title="২১ জুলাই" href="https://ift.tt/KMBqTbt" data-type="interlinkingkeywords">২১ জুলাই</a> ২০২৫ তারিখে দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইট AI2403-এর উড়ানের সময় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় আজ (সোমবার) সন্ধেয় যাত্রা শুরু হবে। SOP মেনে ককপিটে থাকা ক্রু উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন।" তাদের সংযোজন, "সকল যাত্রী নেমে গেছেন, এবং দিল্লিতে আমাদের গ্রাউন্ড সহকর্মীরা তাঁদের সাহায্য করছেন। এই অপ্রত্যাশিত বিঘ্নের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এয়ার ইন্ডিয়াতে, আমাদের যাত্রীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার।" এটি আজ এয়ার ইন্ডিয়ার বিমানের দ্বিতীয় ঘটনা। মুম্বইতে কোচি থেকে আসা একটি বিমান বৃষ্টিতে ভেজা রানওয়ে থেকে সরে যাওয়ার জেরে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানের পিছনের অংশে ঘাসের স্তূপ আটকে যায় এবং একটি ইঞ্জিনে ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সমস্ত যাত্রী নিরাপদে আছেন।</p> <p>অপর একটি ঘটনা ঘটে ১৪০ যাত্রী নিয়ে গোয়া থেকে রওনা দেওয়া ইন্ডিগো বিমানের। আধিকারিকরা জানিয়েছেন, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর ইন্দোরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এয়ারপোর্ট ডিরেক্টর বিপিনকান্ত শেঠ জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, অবতরণের আগে বিমানটি (6E 813) প্রায় ২৫ মিনিট আকাশে ছিল। বিকাল ৫টা ১৫ মিনিটে নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। ৪টে ৫০ মিনিট গন্তব্যো পৌঁছানোর কথা ছিল সেটির।</p> <p>এ প্রসঙ্গে ইন্ডিগোর মুখপাত্র বলেছেন, আমরা আমাদের গ্রাহক, ক্রু এবং বিমানের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। IndiGo Flight Makes Emergency Landing In Indore</p>

from india https://ift.tt/u9EMxWh
via IFTTT

Post a Comment

0 Comments

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় স্বস্তি সোনিয়া-রাহুলের, ED-র PMLA অভিযোগ খারিজ দিল্লির আদালতের