<p><strong>কলকাতা:</strong> আজও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনখড়। এদিকে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। এই ইস্যুতে আরোগ্য কামনা করে সোশ্যাল পোস্ট করেছেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে কুণাল বলেছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা। শুধু স্বাস্থ্যই কারণ ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতূহল থাকল।'</p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/D3bPm4S" width="500" height="627" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>[yt]https://youtu.be/H1ZDXGUMTjw?si=7gzSvhgrfkG3Ud2S[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'বাংলা ভাষাই শুদ্ধ বলতে পারেন না, আবার হিন্দি বলবেন ?' নিশানা দিলীপের" href="https://ift.tt/dBJ8qVn" target="_self">'বাংলা ভাষাই শুদ্ধ বলতে পারেন না, আবার হিন্দি বলবেন ?' নিশানা দিলীপের</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/HWFCYhg" width="969" height="545" /></p>
from india https://ift.tt/6yPSTCw
via IFTTT
0 Comments