<p><strong>নয়াদিল্লি :</strong> উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় (Vice President Jagdeep Dhankhar resigns from his Post)। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি "স্বাস্থ্যকে অগ্রাধিকার" দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি এই মুহূর্ত থেকেই তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।"</p> <p>চিঠিতে তাঁর অটল সমর্থন এবং তাঁর মেয়াদকালে তাঁদের মধ্যে যে শান্ত ও চমৎকার কাজের সম্পর্ক বজায় ছিল তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, "আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় মন্ত্রী পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য, এবং আমি আমার দায়িত্বকালে অনেক কিছু শিখেছি।"</p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Vice President Jagdeep Dhankhar resigns from his post "to prioritise health care and abide by medical advice." <a href="https://t.co/IoHiN7VGAR">pic.twitter.com/IoHiN7VGAR</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1947325927953702996?ref_src=twsrc%5Etfw">July 21, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>জনতা দল, কংগ্রেস হয়ে গেরুয়া শিবিরে এসে উঠেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীও থেকেছেন একসময়। তবে বাংলার <a title="রাজ্যপাল" href="https://ift.tt/IeaK4Jx" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a> নিযুক্ত হয়েই রাজনৈতিক কর্মজীবনে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। বাংলায় ক্ষমতাসীন সরকারের সঙ্গে লাগাতার সংঘাতে জড়িয়ে পড়েন যত, ততই বেশি করে বিজেপি-র এজেন্ট তকমা গায়ে সেঁটে যায় তাঁর নামের পাশে। তত বেশি করে বিজেপি-র প্রতিনিধি তকমা জড়িয়ে গিয়েছিল তাঁর নামের সঙ্গে। বিজেপি প্রার্থী হিসেবেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন <a title="জগদীপ ধনকড়" href="https://ift.tt/4IYec6m" data-type="interlinkingkeywords">জগদীপ ধনকড়</a>- (Jagdeep Dhankhar)।</p> <p>২০২২সালের ১১ অগাস্ট দেশের উপ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন ধনখড়। বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভার বিরুদ্ধে উপ রাষ্ট্রপতি পদে লড়াইয়ে ৫২৮টি ভোট পেয়ে সে বছরই উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে, বিরোধী প্রার্থী ১৮২টি ভোট পেয়েছিলেন মাত্র। <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/SmzNKCP" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a> এবং রাজস্থান হাইকোর্টে তাঁর দীর্ঘ আইনি কেরিয়ার রয়েছে। চন্দ্রশেখর সরকারে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীও থেকেছেন অল্প সময়ের জন্য। </p> <p>জনতা দল, কংগ্রেস হয়ে ২০০৮ সালে বিজেপিতে যোগ দেন ধনখড়। তার মধ্যে ব্যবধান ছিল প্রায় ১০ বছরের। তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে সমর্থন করেছেন, যার মধ্যে রাজস্থানের জাট সম্প্রদায়কে ওবিসি মর্যাদা প্রদানও অন্তর্ভুক্ত। Jagdeep Dhankhar Resigns</p>
from india https://ift.tt/fVYe8jd
via IFTTT
0 Comments