<p>Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারে শীর্ষস্থান দখল করেছেন। ৭৫% অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন তিনি এবং নির্বাচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত নেতা হিসাবে। আগেও এই খেতাব পেয়েছিলেন নরেন্দ্র মোদি। পুনরায় সেই অবস্থানকেই নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার বিশ্বের বিভিন্ন নেতাদের অনুমোদনের রেটিং ট্র্যাক করে। সেই নিরিখে দেখা গিয়েছে, প্রতিপক্ষদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন এই তালিকায়। তবে তিনি পেয়েছে ৪৪ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং। </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Loved by over a billion Indians and respected by millions across the globe, PM Narendra Modi tops the Morning Consult Global Leader Approval Tracker once again — the highest-rated and most trusted leader worldwide.<br /><br />Strong leadership. Global respect. Bharat is in safe hands. 🙌 <a href="https://t.co/eYbtiiyjmt">pic.twitter.com/eYbtiiyjmt</a></p> — Amit Malviya (@amitmalviya) <a href="https://twitter.com/amitmalviya/status/1948897521981685877?ref_src=twsrc%5Etfw">July 26, 2025</a></blockquote> <p>মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারের এই তালিকায় দ্বিতীয় স্থানে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই রয়েছে দক্ষিণ কোরিয়ার লি-জে-মিয়ং। তিনি পেয়েছেন ৫৯ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং বা অনুমোদন। তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার জেভিয়ার মিলেই। তিনি পেয়েছেন ৫৭ শতাংশ অনুমোদন। আর চতুর্থ স্থানে রয়েছে কানাডার মার্ক কার্নি। তিনি পেয়েছেন ৫৬ শতাংশ অনুমোদন। </p> <p>এরপরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনি অ্যালবানিস। তিনি পেয়েছেন ৫৪ শতাংশ অনুমোদন। এরপরের স্থানে রয়েছে মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি পেয়েছেন ৫৩ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং। এরপরের স্থানে রয়েছেন সুইৎজারল্যান্ডের কারিন কেলার সাটার। তিনি পেয়েছেন ৪৮ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং বা অনুমোদন। এই তালিকার শেষ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ৪৪ শতাংশ অনুমোদন। </p> <p>এবছরের গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং করা হয়েছিল ৪ থেকে ১০ জুলাইয়ের মধ্যে। যেসব দেশের রাষ্ট্রনেতাদের নির্বাচন করা হয়েছিল, তাঁদের প্রতি প্রাপ্তবয়স্কদের মতামতের ৭ দিনের গড় অনুসারে তালিকা তৈরি করা হয়েছিল। Morning Consult একটি মার্কিন যুক্তরাষ্ট্রীয় সংস্থা। বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিস্ট কোম্পানি। এই সংস্থার এই সার্ভেতে দেখা গিয়েছে, প্রতি চারজন মানুষের মধ্যে তিনজন, গণতান্ত্রিক নেতা হিসেবে নরেন্দ্র মোদির সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। মাত্র ১৮ শতাংশ মানুষ এইভাবে ভাবেননি। আর ৭ শতাংশ মানুষ নিশ্চিত ভাবে কোনও মতামত প্রকাশ করেননি। </p>
from india https://ift.tt/tTl1IhJ
via IFTTT
0 Comments