<p><strong>সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা:</strong> ডেঙ্গি নিয়ে তথ্য দিচ্ছে না রাজ্য সরকার। উল্লেখ, কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের National Centre for Vector Borne Diseases Control-এর ওয়েবসাইটে। </p> <p>[yt]https://youtu.be/K7cd_HXjHP4?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="স্কুল পড়ুয়াদের জন্য এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে বিশেষ মডিউল আনছে NCERT !" href="https://ift.tt/oKr4GRx" target="_self">স্কুল পড়ুয়াদের জন্য এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে বিশেষ মডিউল আনছে NCERT !</a></p> <p>একদিকে বর্ষা, অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের তৈরি হওয়া নিম্নচাপ। জোড়া ফলায়, বৃষ্টি-বিপর্যস্ত বাংলা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জলে জেলায় জেলায় ফুলে উঠছে একের পর এক নদ-নদী, তারই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা।</p> <p>স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৭ জুলাই পর্যন্ত, রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার জন। যার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। যদিও এরই মধ্য়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের উঠেছে, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের National Centre for Vector Borne Diseases Control বা NCVBDC-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে-২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ।</p> <p>স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৩০০ জন। জুনের মাঝামাঝি মোট আক্রান্তের সংখ্যা ছিল দেড় হাজার। জুলাই মাসে তা বেড়ে হয়েছে ২ হাজার ৮০০। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যের ১৬ টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সেই তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন।<br />দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩৫৬। হুগলিতে ২৬৫। </p> <p>অন্যদিকে, হাওড়ায় ২৪১ জন ও মালদায় ২৩৩ জন আক্রান্ত হয়েছেন।ষষ্ঠ স্থানে থাকা কলকাতার আক্রান্তের সংখ্য়া ১৭৬।বাঁকুড়ায় আক্রন্তের সংখ্যা ১৬২ এবং দক্ষিণ ২৪ পরগনার আক্রন্ত ১১০। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২৩ সালে রাজ্য়ে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় ১২ বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পরের বছর আক্রান্ত হন ৩১ হাজার ১০০ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। </p> <p>২০২৪ সালে শেয়ার করা হয়েছে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ডেঙ্গি-তথ্য। ২০২৫ সালে এখনও পর্যন্ত ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে কোন তথ্যই দেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর।বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ।পাশাপাশি বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। সবমিলিয়ে, একদিকে বাড়ছে ডেঙ্গি আর একদিকে, তাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। </p> <p> </p>
from india https://ift.tt/jCvq6w4
via IFTTT
0 Comments