Delhi CM Rekha Gupta: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা ! পাকড়াও অভিযুক্ত

<p>Delhi CM Rekha Gupta:&nbsp;দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা। মুখ্যমন্ত্রীর আবাসে জন শুনানি অনুষ্ঠান চলাকালীন হামলার চেষ্টা। অভিযুক্তর হাতে কিছু নথিপত্র ছিল, দাবি দিল্লি পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সিভিল লাইন্স থানায় অভিযুক্তকে নিয়ে গিয়ে চলছে জেরা। অভিযুক্ত কি একাই ছিল, নাকি সঙ্গী ছিল অন্য কেউ? জন শুনানিতে হাজির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার কড়া সমালোচনা বিজেপির। মুখ্যমন্ত্রীই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবেন? প্রশ্ন কংগ্রেসের।&nbsp;</p>

from india https://ift.tt/fBvta7R
via IFTTT

Post a Comment

0 Comments