Poonch Landslide : পুঞ্চের মান্ডি সেক্টরে ধস, সরকারি স্কুলের ২ টি ক্লাসরুম পরিণত প্রায় ধ্বংসস্তূপে !

<p><strong>নয়াদিল্লি:</strong> পুঞ্চের মান্ডি সেক্টরে ধস। ধসে ক্ষতিগ্রস্ত সরকারি স্কুল বিল্ডিং। ২ টি ক্লাসরুম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে অফিসঘরও। এই পরিস্থিতিতে স্কুলে ক্লাস করা যাচ্ছে না বলে মিলেছে খবর। পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে চলছে পঠন পাঠনের কাজ।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/lLNdjk4ZwXs?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="মাছ ধরতে গিয়ে উত্তাল নদীর মুখোমুখি, রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে উদ্ধার নিখোঁজ ২ মৎস্যজীবীর দেহ !" href="https://ift.tt/KyvHFb6" target="_self">মাছ ধরতে গিয়ে উত্তাল নদীর মুখোমুখি, রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে উদ্ধার নিখোঁজ ২ মৎস্যজীবীর দেহ !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/dfr6biu
via IFTTT

Post a Comment

0 Comments