<p><strong>সনৎ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও মোহন প্রসাদ, কলকাতা: </strong>ট্রেকিং, হাইকিং, পাহাড় প্রেমী কিংবা ইতিহাসপ্রেমী, সকলের জন্যই আদর্শ ডেস্টিনেশন নেপাল। সেই নেপালই এখন উত্তাল। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। দুঃশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। </p> <p>ভক্তপুরের চোখ ধাঁধানো স্থাপত্য...কন্যামের চা বাগান থেকে এভারেস্ট, লোৎসে, মানাসলু, অন্নপূর্ণার দুধ সাদা শৃঙ্গ...ট্রেকিং, হাইকিং, পাহাড় প্রেমী কিংবা ইতিহাসপ্রেমী, সকলের জন্যই আদর্শ ডেস্টিনেশন নেপাল। সেই নেপালেই এখন ক্ষোভের আগুন। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটন ব্যবসায়ী তন্ময় গোস্বামী বলছেন, 'এখন যা পরিস্থিতি সবটা ভোলাটাইল। রাজনৈতিক অস্থিরতা চলছে। আমাদের ফেস্টিভ সিজন আসছে। দুর্গাপুজোর সময় ট্য়ুরিস্টরা বেশি যায়। ফেস্টিভ সিজনের ঠিক আগে এমন পরিস্থিতি তাতে মানুষের একটা ভয় হয়ে গেছে। বড় প্রভাব পড়ল'। আরও একজন পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলছেন, 'আন্তর্জাতিক পর্যটকদের উপর প্রভাব পড়বে। সেটা নেপালকে কেন্দ্র করে, দার্জিলিঙ, সিকিম অঞ্চলকে ঘুরে অনেকে আবার ভুটান ঘুরে যায়। প্রভাব পড়বে দেশের পর্যটকদের উপর। ক্রস বর্ডার ট্য়ুরিজমের উপরও প্রভাব পড়বে। নেপালের এই পরিস্থিতি, পর্যটনে সবার প্রথমে প্রভাব পড়বে।'</p> <p>গত ৩ দিন ধরে দার্জিলিং-এর নেপাল-পশুপতি বর্ডারের সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। দার্জিলিংয়ের এক বাসিন্দা বলছেন, 'এখান থেকে নেপালে যেতে দিচ্ছে না। আমাদের তো সমস্য়া হচ্ছে। নেপালের মানুষ আসছে না। ধর্মঘটের মতো হয়ে গেছে। গতকাল থেকে এরকম হয়েছে'। সঞ্জিত হালদার নামে এক পর্যটক বলছেন, 'আমরা হুগলির তারকেশ্বর থেকে এসেছি। পশুপতি মার্কেট একবার যেতাম। পুলিশের তরফে বলল নেপালে সমস্য়া হয়েছে। সেই জন্য অ্য়ালাউ না।'</p> <p>নেপালের পরিস্থিতি ছাপ ফেলেছে বাজারেও। বিপুল বর্মন নামের এক ব্যবসায়ী বলছেন, 'নেপালে ঝামেলা হয়ে গেছে। পর্যটক কম আসছে। ব্যবসা চলছে না। পুরো বন্ধ হয়ে গেছে। এখন পর্যটকরা আসছে না।' নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে ভাটা পড়েছে গাড়ি চালকদের ব্য়বসাতেও। ভারত থেকে নেপালের পশুপতি গেট পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়া-আসার কাজ করেন এরা। একজন গাড়ি ব্যবসায়ী বলছেন, 'আসা যাওয়ার লোক নেই। কেউ আসছেও না যাচ্ছেও না। এখানে প্রভাব পড়েছে। সব বন্ধ। ওখানে যা হচ্ছে তার জন্য় আমাদের ক্ষতি হচ্ছে।'</p> <p>পর্যটনের উপর ভিত্তি করেই এদের রুটি-রুজি চলে। যে পুজোর মরশুমের দিকে সারাবছর তাকিয়ে থাকেন, তার আগে এই পরিস্থিতিতে দুঃশ্চিন্তায় দিশেহারা ব্যবসায়ীরা। </p>
from india https://ift.tt/XSJTakO
via IFTTT
0 Comments