Lionel Messi : যুবভারতীতে বিশৃঙ্খলা, 'উদ্যোক্তাকে বলির পাঁঠা করা হল..' ! তীব্র কটাক্ষ মালব্যর

<p><strong>কলকাতা:</strong> যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় সরব এবার বিজেপি নেতা অমিত মালব্য। মেসিকে ঘিরে কারা? ছবি দিয়ে তালিকা পোস্ট করেছেন &nbsp;তিনি। 'মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় ও বিশ্বাসদের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। তালিকায় আকাশ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রয়েছেন। <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/LBTf3zh" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>ের সোশাল মিডিয়া হ্যান্ডলার অদিতি গায়েনও রয়েছেন। অরূপ বিশ্বাস ছিলেন, সঙ্গে ছিলেন স্বরূপ বিশ্বাসের মেয়েরাও', উদ্যোক্তাকে বলির পাঁঠা করা হল, পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/et1h0Zs6B2g?si=8AndM86b7HDE84gg[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা?' মেসির অনুষ্ঠান ঘিরে BJP-র আক্রমণের পাল্টা পোস্ট কুণালের" href="https://ift.tt/WulK7yt" target="_self"> 'ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা?' মেসির অনুষ্ঠান ঘিরে BJP-র আক্রমণের পাল্টা পোস্ট কুণালের</a></p>

from india https://ift.tt/xbApHFg
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা