<p><strong>রুমা পাল, কলকাতা:</strong> রাত পোহালেই<a title=" SIR-এ খসড়া" href="https://ift.tt/CqeWAay" target="_self"> SIR-এ খসড়া</a> ভোটার তালিকা। কাদের নাম থাকছে না ? কাদের নাম বাদ যাবে ? জানা যাবে আগামীকাল বেলা ১২টার আগেই। আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা।</p> <p>[yt]https://youtu.be/2wVsOnFTq58?si=-UxzkSuS86EAZ-Xp[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'মমতার কমিটির উপর কারও আস্থা নেই..', হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর, যুবভারতী কাণ্ডে কী প্রতিক্রিয়া ?" href="https://ift.tt/gq9pTu5" target="_self">'মমতার কমিটির উপর কারও আস্থা নেই..', হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর, যুবভারতী কাণ্ডে কী প্রতিক্রিয়া ?</a></p> <p><strong>মঙ্গলে SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন জেনে নিন ? </strong></p> <p>আগামীকাল বেলা ১২ টার মধ্যেই সমস্ত<a title=" খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা" href="https://ift.tt/CqeWAay" target="_self"> খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা</a>। সেক্ষেত্রে voter.eci.gov.in, ইসিআই নেট, বিএলও থেকে জানা যাবে। এবং বিএলও-রা বুথে থাকলে সেখান থেকে জানা যাবে। রাজনৈতিক দলরা সিইও দফতর থেকে সফট কপি পাবেন। এবং জেলা থেকে হার্ড কপি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলও অ্যাপে কিন্তু এখনই খসড়া তালিকা, কত তাঁদের ভোটার রয়েছে, কত বাদ যেতে চলেছে, সেই অ্যাপে কিন্তু এখনই দেখা যাচ্ছে।</p> <p><strong>৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম প্রকাশিত হতে চলেছে, যদি কারও নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে কী করতে হবে ? </strong></p> <p>তবে ইতিমধ্যেই ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম প্রকাশিত হতে চলেছে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী ইতিমধ্যেই প্রিন্ট করার নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিএলও-র কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারও নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে ৬ নং ফর্ম। ৬ নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে ৪ নং অ্যানেক্স ফর্ম। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি এবং জন্মের শংসাপত্রের নথি। এবং যার নামে শুনানির নোটিস দেওয়া হবে, তাঁকেই হাজিরা দিতে হবে শুনানিতে।</p> <p><strong>খসড়া তালিকায় কত নাম বাদ, নিখোঁজ কত জন, মৃত কত, স্থানান্তরিত ? দেখুন একনজরে</strong></p> <p>খসড়া তালিকায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ</p> <p>খসড়া তালিকায় নিখোঁজ ভোটার: ১২ লক্ষ ২০ হাজার ৩৮</p> <p>খসড়া তালিকায় মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২</p> <p>খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬</p> <p>খসড়া তালিকায় ভুয়ো ভোটার: ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ </p>
from india https://ift.tt/XDIH38j
via IFTTT
0 Comments