Union Budget 2024: শরিকেই শুধু কল্পতরু মোদি? বাজেটে বৈষম্যের অভিযোগ, সংসদের বাইরে বিক্ষোভ বিরোধীদের

<p><strong>নয়াদিল্লি:</strong> কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ। সেই নিয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিরোধীদের। বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের শরিকরা সেখানে জড়ো হয়েছেন। বিরোধীশাসিত রাজ্যগুলির সঙ্গে বাজেটে বৈষম্য হয়েছে বলে অভিযোগ তাঁদের। লোকসভা নির্বাচনে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সাহায্য়ে যেহেতু তৃতীয় বার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদি, তাই বাজেটে নীতীশ এবং চন্দ্রবাবুকে ভরিয়ে দেওয়া হয়েছে, আর বাকিদের ব্রাত্য রাখা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রের এই বাজেট যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে অভিযোগ তাঁদের।&nbsp;</p> <p>সবিস্তার আসছে&nbsp;</p>

from india https://ift.tt/dP7ZIqN
via IFTTT

Post a Comment

0 Comments