Rahul Gandhi: 'ছক কষছে ED, অধীর আগ্রহে অপেক্ষা করছি', পর্দাফাঁস এজেন্সির ভিতর থেকেই ? চাঞ্চল্যকর দাবি রাহুলের

<p><strong>নয়াদিল্লি :</strong> সোশাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট রাহুল গান্ধীর। তাঁর বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছে ED। কেন্দ্রীয় এজেন্সির ভিতরের লোকেরাই তাঁকে এই খবর দিয়েছেন বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি তিনি এমনও উল্লেখ করেছেন যে, ২৯ জুলাই সংসদে চক্রব্যূহ সংক্রান্ত বক্তব্যের পরেই এই পরিকল্পনা করা হয়েছে। এই পরিস্থিতিতে 'আমি অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চা-বিস্কুট থাকবে', বলে মন্তব্য করেন রাহুল।</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Apparently, 2 in 1 didn&rsquo;t like my Chakravyuh speech. ED &lsquo;insiders&rsquo; tell me a raid is being planned. <br /><br />Waiting with open arms <a href="https://twitter.com/dir_ed?ref_src=twsrc%5Etfw">@dir_ed</a>&hellip;..Chai and biscuits on me.</p> &mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1819106372396765206?ref_src=twsrc%5Etfw">August 1, 2024</a></blockquote> <blockquote class="twitter-tweet"> <p>কেন্দ্রীয় বাজেটের পর লোকসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, দেশের কৃষক, শ্রমিক ও তরুণরা ভীত।&nbsp;</p> <p>রাহুল বলেন, "হাজার হাজার বছর আগে, কুরুক্ষেত্রয় একটা 'চক্রব্যূহ' তৈরি করে অভিমন্যুকে ফাঁদে ফেলেছিলেন ছয় জন এবং তাঁকে হত্যা করা হয়েছিল। অল্পস্বল্প গবেষণা করে দেখেছি, 'চক্রব্যূহকে' বলা হয় 'পদ্মব্যূহ'। যার অর্থ 'পদ্মের তৈরি।' পদ্মের আকারে 'চক্রব্যূহ।' একবিংশে শতকে নতুন একটা 'চক্রব্যূহ' তৈরি করা হয়েছে। সেটাও পদ্মের আকারে। ছাতিতে এর প্রতীক পরে থাকেন প্রধানমন্ত্রী। অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছিল, সেটাই ভারতের সঙ্গে করা হচ্ছে...যুবক, কৃষক, মহিলা ও ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে তা-ই করা হচ্ছে। অভিমন্যুকে হত্যা করেছিলেন ছয় জন। আজ কেন্দ্রের চক্রব্যুহেও আছেন ছয় জন। আজ ভারতকে নিয়ন্ত্রণ করেন এই ছয় জন। নরেন্দ্র মোদি, <a title="অমিত শাহ" href="https://ift.tt/D5fK0JR" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি ও আদানি।"</p> <p>বিরোধী দলনেতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এই যে চক্রব্যূহ তৈরি করেছে তা কোটি কোটি মানুষের ক্ষতি করছে।&nbsp;</p> <p>রাহুল গান্ধীর এই বক্তব্যের পাল্টা গত বুধবার সরব হন লোকসভায় বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কিছু মানুষ 'দুর্ঘটনাজনিত কারণে হিন্দু' এবং মহাভারত নিয়ে তাঁদের জ্ঞানও দুর্ঘটনাজনিত।&nbsp;</p> <p>আরও পড়ুন ; <a title="গুমটিতে ঢুকে চটি সেলাই করেছিলেন রাহুল, দাম উঠল ১০ লক্ষ টাকা, বেচতে নারাজ দোকানদার" href="https://ift.tt/MDkPtqf" target="_self">গুমটিতে ঢুকে চটি সেলাই করেছিলেন রাহুল, দাম উঠল ১০ লক্ষ টাকা, বেচতে নারাজ দোকানদার</a></p> <p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://ift.tt/oRstVyG" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p> </blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p>

from india https://ift.tt/CFbi0rj
via IFTTT

Post a Comment

0 Comments