Surat News: আস্ত একটা হাসপাতাল খুলল ভুয়ো চিকিৎসকরা! জানার পর কী করল পুলিশ

<p><br /><strong>সুরাট:</strong> উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকদের অতিথি হিসেবে নাম ঘোষণা করে মহাসমারোহে মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেছিল কয়েকজন চিকিৎসক। কিন্তু, উদ্বোধনের পরের দিনই পুলিশ জানতে পারে ওই হাসপাতাল যারা খুলেছে তারা প্রত্যেকই ভুয়ো চিকিৎসক (Fake doctors)। তারপরই ওই হাসপাতালটি বন্ধ করে হয় প্রশাসন। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) সুরাটে (Surat)।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের উদ্বোধনের জন্য যে প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকদের নাম হাসপাতালের উদ্বোধনের জন্য ওই ভুয়ো চিকিৎসকরা দিয়েছে সেই বিষয়ে ঘুণাক্ষরের খবর দেওয়া হয়নি অতিথিদের।</p> <p>বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তদন্ত করে দেখে যে ওই হাসপাতালটি যারা তৈরি করেছেন সেই পাঁচজন চিকিৎসকের মধ্যে দু-জনের কাছে ডাক্তারির ভুয়ো সার্টিফিকেট রয়েছে। যার পরেই বাকিদের ডিগ্রি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সুরাটের পাণ্ডেসারা এলাকায় জনসেবা মাল্টিস্পেশালিটি নামে ওই হাসপাতালটির উদ্বোধন করা হয়েছিল।</p> <p>এপ্রসঙ্গে স্থানীয় থানার সিনিয়র পুলিশ অফিসার বিজয় সিং গুজ্জর জানান, ওই হাসপাতালের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন বিআর শুল্কা হাসপাতালের লিফলেটে উল্লেখ করেছিল যে তার কাছে আয়ুর্বেদিক মেডিসিন ডিগ্রি রয়েছে। কিন্তু, আদতে সেটি ভুয়ো প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গুজরাট মেডিক্যাল প্র্যাক্টিশনারস অ্যাক্টে মামলা করা হয়েছে। ওই ভুয়ো চিকিৎসকদের মধ্যে একজন আরকে দুবে দাবি করেছিল যে তার কাছে ইলেকট্রো-হোমিওপ্যাথির ডিগ্রি রয়েছে। তার বিরুদ্ধে মেডিক্যাল প্র্যাক্টিশনার অ্যাক্টে মামলা দায়ের হয়েছে।&nbsp;</p> <p>ওই পুলিশ আধিকারিক গুজ্জর আরও জানান, এই দুই ব্যক্তির কাছে ভুয়ো ডিগ্রি রয়েছে। এরা ছাড়াও হাসপাতালের আরও একজন প্রতিষ্ঠাতা জিপি মিশ্রের বিরুদ্ধে প্রহিভিশেন অ্যাক্টে তিনটি মামলা হয়েছে। তার ডিগ্রিও খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অন্য দুই প্রতিষ্ঠাতা চিকিৎসকের ডিগ্রিও।</p> <p>প্রশাসন সূত্রে খবর, হাসপাতালের উদ্বোধনের জন্য ভুয়ো চিকিৎসকদের ওই দলটি লিফলেটে অতিথি হিসেবে নাম উল্লেখ করেছিল সুরাট পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার শালিনি আগরওয়াল, স্থানী পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট ও যুগ্ম পুলিশ কমিশনার রাঘবেন্দ্র বাটসার নাম।&nbsp;</p> <p>যদিও তাঁদের কাছে অনুষ্ঠানের কোনও নিমন্ত্রণ পৌঁছায়নি এবং তাঁরা হাসপাতালের উদ্বোধনের যাননি। এদিকে খবর পাওয়ার পরেই উদ্বোধনের পরের দিনই হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তারা জানিয়েছে, ওই হাসপাতালের বাকি সহ প্রতিষ্ঠাতাদের ডিগ্রি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/4EoDgxA" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1732101297015000&amp;usg=AOvVaw0cHcqo69UT9jVl0zbMBzNp">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p> <p><strong><a title="আরও পড়ুন: Tirupati News: 'স্বেচ্ছাবসর নিন বা অন্য কাজ খুঁজে নিন', লাড্ডু বিতর্কের পর অ-হিন্দু কর্মীদের সরানোর উদ্যোগ তিরুমালা ট্রাস্টের" href="https://ift.tt/bJFEhIy" target="_blank" rel="noopener">আরও পড়ুন: Tirupati News: 'স্বেচ্ছাবসর নিন বা অন্য কাজ খুঁজে নিন', লাড্ডু বিতর্কের পর অ-হিন্দু কর্মীদের সরানোর উদ্যোগ তিরুমালা ট্রাস্টের</a></strong></p>

from india https://ift.tt/vm3MWdI
via IFTTT

Post a Comment

0 Comments